স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে গ্রানাডার সঙ্গে কোনোরকমে মান বাঁচিয়েছে বার্সেলোনা। ৬ গোলের ম্যাচে বার্সার মাঠ থেকে পয়েন্ট নিয়ে গেছে গ্রানাডা। লামিন ইয়ামালের জোড়া গোলের রাতে ৩-৩ ব্যবধানের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সাকে।
অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। ক্যান্সেলোর ক্রস পা ছুঁয়ে গোল আদায় করে নেন ১৬ বছর বয়সী এই ফুটবলার। তবে প্রথম হাফ শেষ হওয়ার আগেই সমতায় ফেরে গ্রানাডা। ৪৩ মিনিটে বার্সার বক্সের ভেতরে বল পেয়ে দারুণ এক গোল করেন গ্রানাডার ডিফেন্ডার সানচেস।
দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় গ্রানাডা। ম্যাচের ৬০ মিনিটে বার্সার জালে বল পাঠান পেলিস্ত্রি। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি বার্সা। ৬৩ মিনিটে লেভানডোভস্কির গোলে সমতায় ফেরে তারা।
তবে তার তিন মিনিট পর আবারও ম্যাচে এগিয়ে যায় গ্রানাডা। ম্যাচের ৬৬তম মিনিটে বার্সেলোনাকে স্তব্ধ করে দেয় সফরকারীরা। বক্সে স্প্যানিশ ডিফেন্ডার মিকেলের হেডে বল টের স্টেগেনের হাত ছুঁয়ে পোস্টে লেগে জালে জড়ায়।
ম্যাচের ৮০ মিনিটে বার্সেলোনাকে রক্ষা করেন সেই ইয়ামাল। প্রতিপক্ষের ফুটবলারের কাছে থেকে বল নিয়ে দূর থেকে দারুণ এক গোল করেন স্প্যানিশ এই ফুটবলার। তাতে ৩-৩ সমতায় ফেরে বার্সেলোনা। কোনোরকমে হার এড়িয়ে ম্যাচ শেষ করে বার্সা।
২৪ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে বার্সেলোনা। লিগ লিডার রিয়াল মাদ্রিদ থেকে তারা ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছে। অপরদিকে সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম স্থানে গ্রানাডা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।