স্পোর্টস ডেস্ক : ফুটবলে ১০ নম্বর জার্সি তার গায়েই ওঠে, যিনি দলের সৃজনশীল প্লেমেকার। খেলাটা যিনি তৈরি করেন। পেলে, দিয়েগো ম্যারাডোনা, মিশেল প্লাতিনি, রোনালদিনহো, জিনেদিন জিদান ও লিওনেল মেসির মতো বিখ্যাত ফুটবলারদের গায়ে উঠেছে ১০ নম্বর জার্সি।
তালিকায় সবশেষ সংযোজন লামিন ইয়ামাল। বার্সেলোনার তরুণ তুর্কি। সদ্য নিজের ১৮তম জন্মদিন পালন করা এই স্প্যানিশ উইঙ্গার এখন ‘নাম্বার টেন’।
বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে ইয়ামালের হাতে ১০ নম্বর জার্সি তুলে দেন বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। ক্লাবের পক্ষ থেকে সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও পোস্ট করা হয়।
২০২১ সালে মেসি বার্সা ছাড়ার পরে আনসু ফাতিকে ১০ নম্বর জার্সি দেওয়া হয়েছিল। তখন ফর্মে ছিলেন ফাতি। এরপর তার পারফরম্যান্সে ভাটার টান। তিনি বার্সায় থাকবেন কি না, নিশ্চিত নয়।
তার গুরুদায়িত্ব এখন নন্দিত ইয়ামালের কাঁধে। ১০ নম্বর জার্সি পেয়ে স্বভাবতই খুশি ইয়ামাল।
বলেন, ‘১০ নম্বর জার্সির মাহাত্ম্য তৈরি করেছিলেন মেসি। সেই পথে না হেঁটে আমি নিজের মতো করে ইতিহাস গড়তে চাই। ওরা প্রত্যেকেই কিংবদন্তি। প্রত্যেক ফুটবলারই চায় মেসি, ম্যারাডোনা, রোনালদিনহোদের কাছ থেকে কিছু পেতে। আমার স্বপ্ন ছিল বার্সার হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলা। সেই সুযোগ পেয়ে আমি গর্বিত এবং কৃতজ্ঞ।’
এতদিন ১৯ নম্বর জার্সি পরে খেলতেন ইয়ামাল। ক্যারিয়ারের শুরুর দিকে মেসিও মাঠে নামতেন একই নম্বরের জার্সি গায়ে।
পরে ১০ নম্বর জার্সি পেয়ে কিংবদন্তি হয়ে ওঠেন আর্জেন্টাইন নক্ষত্র। ইয়ামালও একই পথে হাঁটবেন, বার্সা নিশ্চয়ই সেটাই চাইবে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.