স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত এক গোলে স্পেনকে সমতায় ফিরিয়েছিলে লামিন ইয়ামাল। সেমি-ফাইনালের সেই গোলই টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে টুর্নামেন্টের সেরা ১০ গোল প্রকাশ করেছে উয়েফা। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে আলভারো মোরাতার পাস পেয়ে বক্সের অনেকটা বাইরে থেকে, প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের ওপর দিয়ে শট নেন। সেটি বাঁক খেয়ে পোস্টে লেগে জালে জড়ায়।
https://x.com/bulletchats/status/1810761739962839116?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1810761739962839116%7Ctwgr%5Ea07ab0655c8638b1312417ac0556ab25b7416bbb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-790041563200851135.ampproject.net%2F2406131415000%2Fframe.html
ওই গোলে ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার কীর্তি গড়েন ইয়ামাল (১৬ বছর ৩৬২ দিন)।
দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছে শেষ ষোলোয় স্লোভাকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জুড বেলিংহ্যামের ওভারহেড কিকের গোলটি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বক্সের বাইরে থেকে শটে করা সুইজারল্যান্ডের শাকিরির গোলটি হয়েছে তৃতীয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।