বিনোদন ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্মে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের নতুন ছবি ‘দশভি’। এই ছবির ফিল্ম রিভিউতে নায়িকার পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছেন এক ফিল্ম সমালোচক। তাতে ক্ষুব্ধ ইয়ামি। টুইটারে সেই রিভিউয়ের লিংক শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।
ইয়ামি লিখেছেন, ওই ফিল্ম রিভিউতে তার পারফরম্যান্স সম্পর্কে যা লেখা রয়েছে তা ‘অত্যন্ত অসম্মানজনক’। ইন্ডাস্ট্রিতে নিজের দমে তিনি জায়গা করে নিয়েছেন। ভবিষ্যতে যেন ওই ফিল্ম সমালোচক তার কাজের কোনোরকম সমালোচনা না করেন, তাও সাফ জানিয়ে দিয়েছেন।
ফিল্ম কম্পানিয়ানের লেখা ওই ফিল্ম রিভিউয়ের একটি অংশের স্ক্রিনশটও তুলে ধরেছেন ইয়ামি। সেখানে ওই সমালোচক লিখেছেন, ‘ইয়ামি গৌতম আর হিন্দি ছবির মৃত প্রেমিকা নন, কিন্তু তার লড়াকু হাসিটা দেখলে কেমন যেন একঘেঁয়ে লাগছে।’
এরপর ওই টুইটার পোস্টের কমেন্ট বক্সে ইয়ামি লেখেন, তার কাজের গঠনমূলক সমালোচনাকে সবসময় সাদরে গ্রহণ করেন তিনি। সেই সমালোচনা তাকে আরও এগিয়ে নিয়ে যায়। কিন্তু বারবার যখন কোনো প্ল্যাটফর্ম তাকে নীচু দেখানোর চেষ্টা করে, তখন চুপ থাকা উচিত নয়।
অভিনেত্রী মনে করিয়ে দেন, তাকে সম্প্রতি ‘এ থার্সডে’, ‘বালা’, ‘উরি’র মতো ছবিতে দেখা গেছে। তা সত্ত্বেও কীভাবে তার অভিনয় দক্ষতার মাপকাঠি ওই লাইন হতে পারে, তা জানেন না তিনি।
ইয়ামি যোগ করেন, তিনি মর্মাহত এই রিভিউ পড়ে। নায়িকা লেখেন, ভবিষ্যতে ওই ফিল্ম সামলোচক তার কোনো কাজের সমালোচনা করুক, এমনটা চান না তিনি।
প্রসঙ্গত, ভারতের শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে নির্মিত হয়েছে সোশ্যাল কমেডি ঘরানার ‘দশভি’। ইয়ামির পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন এবং নিররিত কৌর। তুষার জালোটা পরিচালিত এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি।
অন্যদিকে, রাজনৈতিক ব্যক্তিত্ব গঙ্গারাম চৌধুরীর চরিত্রে রয়েছেন অভিষেক। দুর্নীতিগ্রস্থ এই নেতা জেলে পৌঁছাবেন তার কর্মফলের জেরে, সেখানেই তার পরিচয় হবে পুলিশ অফিসার জ্যোতি দেশওয়াল তথা ইয়ামির সঙ্গে। জ্যোতির অনুপ্রেরণাতে ক্লাস টেন-এর পরীক্ষায় বসবে গঙ্গারাম। ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং জিও সিনেমায় মুক্তি পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।