যশের রেকর্ড ভেঙে দিলেন বেলামকোন্দা

যশ

বিনোদন ডেস্ক : ভারতের তেলেগু সিনেমার অভিনেতা বেলামকোন্দা শ্রীনিবাস। ২০১৪ সালে ‘আলুড়ু সীনু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন সামান্থা রুথ প্রভু।

যশ

বেলামকোন্দা শ্রীনিবাস অভিনীত তৃতীয় সিনেমা ‘জয়া জানাকি নায়াকা’। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাকুল প্রীত সিং। ‘জয়া জানাকি নায়াকা’ সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলে। বলা যায়, এ সিনেমা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। এবার ‘কেজিএফ’-এর রেকর্ড ভেঙে দিলো সিনেমাটি।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির ৬ বছর পর ‘জয়া জানাকি নায়াকা’ সিনেমা নতুন রেকর্ড গড়েছে। তেলেগু ভাষার এ সিনেমা হিন্দি ভাষায় ডাবিং করে ইউটিউবে মুক্তি দেওয়া হয়। ইউটিউবে হিন্দি ভার্সনটির ৯১০ মিলিয়ন ভিউ দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে যশ অভিনীত ‘কেজিএফ’ সিনেমার রেকর্ড ভেঙে গেলো। ২০১৮ সালে মুক্তি পায় এটি। এ পর্যন্ত সিনেমাটির ভিউ দাঁড়িয়েছে ৯০৩ মিলিয়ন।

শাহরুখ কন্যাকে অমিতাভের নাতির উড়ন্ত চুমু, ভিডিও ভাইরাল

বেলামকোন্দা শ্রীনিবাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আলুড়ু আধুর্স’। তেলেগু ভাষার এ সিনেমা ২০২১ সালে মুক্তি পায়। বর্তমানে ‘ছত্রপতি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তা ছাড়াও ‘স্টুয়ার্ট পুরম ডোঙ্গা’ শিরোনামে আরেকটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন তিনি।