লাইফস্টাইল ডেস্ক : মুরগি পালনের ব্যবসা গ্রামাঞ্চলে খুবই জনপ্রিয় হয়ে উঠছে। মুরগি পালন করে মানুষ ডিম, পালক উৎপাদনের ব্যবসা করে ভালো আয় করছে মুরগি পালনের ব্যবসা শুরু করতে বেশি অর্থের প্রয়োজন হয় না, আপনি চাইলে অল্প পরিমাণে মুরগি পালন শুরু করতে পারেন। আমরা আপনাকে এমন একটি মুরগির জাত সম্পর্কে বলতে যাচ্ছি, যেটি ভাল লাভ দিতে পারে।
প্লাইমাউথ রক মুরগি কৃষকদের বাম্পার লাভ দিতে পারে। এই মুরগি এক বছরে ২৫০ টি পর্যন্ত ডিম দিতে পারে। একটি ডিমের গড় ওজন ৬০ গ্রাম পর্যন্ত।এই মুরগির ওজন ৩ কেজি পর্যন্ত হতে পারে। এই মুরগির ঠোঁট ও কান লাল,এবং ঠোঁট হলুদ রঙের হয় ।
এটি একটি আমেরিকান মুরগি। তবে ভারতের অনেক রাজ্যে এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। ব্যবসার পরিপ্রেক্ষিতে, মুরগির এই জাতটি ভারতে খুব ভাল লাভ দিতে পারে ।
প্লাইমাউথ রক চিকেন ভারতের প্রায় প্রতিটি রাজ্যে দেখা যায়। এটি রক ব্যারেড রক নামেও পরিচিত। এর মুরগির মাংসও অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যের দিক থেকে খুবই উপকারী ।
এ কারণেই বাজারে এর মাংসের দাম অনেক বেশি। তাই এই প্লাইমাউথ রক জাতের মুরগি আপনাকে খুব অল্প সময়ে ধনী করে তুলতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।