জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ১০ লাখ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেন জানিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, এসব শিক্ষার্থীদের মধ্য থেকে বছরে ৫০ হাজার গ্র্যাজুয়েটকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা হবে।
সোমবার (১৮ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যৌথভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ ওরিয়েন্টেশনের আয়োজন করে।
অধ্যাপক আমানুল্লাহ বলেন, ‘তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তাহলে বৈশ্বিক শ্রমবাজারের প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ উদ্যোগ গ্রহণ করছে। আমরা বছরে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করতে চাই।
এ লক্ষ্য পূরণে আমরা শিগগির কাজ শুরু করব।’
ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম।
ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী।
সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছা. সালমা পারভীন। অনুষ্ঠানে সাইবার সেফটি গেমসের উদ্বোধন করা হয়। এছাড়া সমাপনী পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।