জুমবাংলা ডেস্ক : ২০২১-২২ কর বছরের জন্য প্রযোজ্য আয়কর হার সহ বিস্তারিত আলোচনা। অর্থ আইন, ২০২০তে বর্ণিত কর হারের তফসিল অনুযায়ী প্রত্যেক নিবাসী ব্যক্তি-করদাতা (অনিবাসী বাংলাদেশীসহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি-সংঘ ও আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসহ অন্যান্য করদাতার ক্ষেত্রে মোট আয়ের উপর করহার নির্ধারিত হয়।
হাইলাইটস :
* প্রথম ৩,০০,০০০ টাকার বেশি যে পরিমাণ অর্থ আয় হবে সে পরিমাণ অর্থের উপর অর্থাৎ তিন লক্ষ টাকা উপর পরবর্তী ৪ লক্ষ টাকার উপর ১০% আয়কর দিতে হবে।
* করদাতা মহিলা হলে ৩ লক্ষ ৫০ হাজার টাকার উপর যে আয় হবে তার উপর ৪ লক্ষ টাকা পর্যন্ত ১০% হারে আয়কর দিতে হবে।
বিস্তারিত জানতে দেখুন :
(১) বার্ষিক প্রথম ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর কোন আয়কর দিতে হবে না।
(২) বার্ষিক মোট আয়ের পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১০% আয়কর দিতে হবে।
(৩) পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১৫% আয়কর দিতে হবে।
(৪) পরবর্তী ৬,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২০% আয়কর দিতে হবে।
(৫) পরবর্তী ৩০,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২৫% আয়কর দিতে হবে।
(৬) অবশিষ্ট মোট আয়ের উপর ৩০% আয়কর দিতে হবে।
আসুন প্রশ্নোত্তরের মাধ্যমে পরিস্কার হাওয়া যাক :
প্রশ্ন: মাসিক কত টাকা বেতন হলে আয় করের আওতায় পড়বো?
উত্তর: ২০,৪৫০/- টাকা বা তার বেশি হলেই।
প্রশ্ন: সর্বনিম্ন কত টাকা আয়কর দিতে হয়?
উত্তর: ন্যুনতম ৩০০০ টাকা আয়কর দিতে হবে।
প্রশ্ন: সময় মত আয়কর না দিলে কি হবে?
উত্তর: জরিমানা ও দন্ডসুদ দিতে হবে, অনাদায়ে কারাদন্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।