বছরের প্রথম দিনই এলো সুখবর, ক্রিকেটার হবেন মিতু

চিত্রনায়িকা জাহারা মিতু

বিনোদন ডেস্ক : গেল বছরের একেবারে শেষে বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ছবি দিয়ে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয়েছে জাহারা মিতুর। আর নতুন বছরের প্রথম দিনই নতুন ছবি দিয়ে খবরের শিরোনাম হচ্ছেন এই নায়িকা।

চিত্রনায়িকা জাহারা মিতু

জানা গেল ‘জার্সি নম্বর ১৬’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিতু। ফেব্রুয়ারির শুরুতে হচ্ছে ছবিটির শুটিং।

সূত্রের বরাতে পাওয়া তথ্যে, বাবা-মেয়ের গল্প নিয়ে ছবিটি। অজপাড়াগাঁয়ের এক মেয়ের ক্রিকেটার হওয়ার গল্প এটি। ক্রিকেটার হতে মেয়েটির সংগ্রাম ও বাবার ত্যাগের গল্প উঠে আসবে এতে। ছবিটি নির্মাণ করবেন মুহাম্মদ তারেক হাসান। চিত্রনাট্য করেছের শাজাহান সৌরভ।

ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে পরিচিতি রয়েছে জাহারা মিতুর। সেই মিতুই এবার করছেন ক্রিকেট নিয়ে সিনেমা। ছবিটির বিষয়ে মিতুর সঙ্গে যোগাযোগকরা হলে নায়িকার প্রশ্ন? কিভাবে এই ছবির খবর জানলেন? এটা তো প্রডাকশন হাউজ থেকে জানাবে!

পরে মিতু বললেন, ‘এটা আমার ক্যারিয়ারে চুক্তিবদ্ধ হওয়া সাত নম্বর ছবি। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এক মেয়ের ক্রিকেটার হওয়ার গল্প এটি। একটা সময় নিয়মিতই আমি ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করতাম। এখন ক্রিকেটের গল্পের এমন ছবিতে নিজে যুক্ত হলাম তাই ছবিটি নিয়ে আমার অন্য রকম ভালোলাগা কাজ করছে।’

৪২ বছর বয়সেও ফিগার দেখিয়ে নেট দুনিয়ায় ঝড় তুললো অভিনেত্রী

জানা গেছে ছবিটিতে মিতুর বিপরীতে অভিনয় করবেন আবু হুরায়না তানভীর। দীপ্ত অরিজিনাল ফিল্ম এটি। ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে জার্সি ‘নম্বর ১৬’।

এদিকে শাকিব খানের বিপরীতে মিতু অভিনীত ‘আগুন’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। চিত্রনায়ক বাপ্পির সঙ্গে ‘শক্র’ নামেও একটি ছবির কাজ শেষ করেছেন। এই ছবিটিও নতুন বছরে মুক্তি পাবে বলে জানিয়েছেন এই নায়িকা।