বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বছরের শুরুতেই বাজারে আসতে যাচ্ছে ওয়ানপ্লাসের নতুন ফোন ১১। এরপরই চীনের জনপ্রিয় মোবাইল কোম্পানি তাদের নতুন প্রিমিয়াম ডিভাইস ওয়ানপ্লাস ১১আর উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে। ইতোমধ্যেই ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটির একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। প্রাইসবাবা নামের এক টিপস্টার ওয়ানপ্লাস ১১আর ফোনের কিছু তথ্য প্রকোশ্য এনেছেন।
তথ্য অনুযায়ী, ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকবে। ফোনে ব্যবহৃত চিপটি প্রাক্তন ফ্ল্যাগশিপ প্রসেসরের আন্ডার-ক্লকড সংস্করণ বলে মনে করা হচ্ছে। প্রসেসরটির পিক ক্লক স্পিড ৩.০ গিগাহার্টজ। এতে ২.৫ গিগাহার্টজের তিনটি পারফরম্যান্স কোর এবং ১.৮ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি এফিসিয়েন্সি কোর থাকবে। এছাড়াও ডিভাইসটির প্রাথমিক ক্যামেরায় সনি আইএমএক্স৮৯০ প্রসেসর এবং সনি আইএমএক্স৭৬৬ থাকতে পারে।
এর আগে ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, ওয়ানপ্লাস ১১আর ফোনে থাকবে ৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্জ। কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট থাকতে পারে, এই বিশেষত্ব ফোনটিকে ল্যাপটপের সঙ্গে টেক্কা দিতে সাহায্য করবে।
বর্তমান সময়ে বেশিরভাগ ল্যাপটপে ৮ জিবি র্যামের ব্যবহার হলেও ওয়ানপ্লাস ১১আর ফোনে থাকতে পারে ১৬ জিবি র্যাম।
ওয়ানপ্লাস ১১আর ফোনে থাকতে পারে ২৫৬ জিবি স্টোরেজ। ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে তিনটি ক্যামেরা। এরমধ্যে প্রাইমারি ক্যামেরায় থাকতে পারে ৫০ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ব্যবহার হতে পারে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ৫ হাজার এমএএইচ ব্যাটারির সঙ্গে ফোনটিতে থাকতে পারে ১০০ ওয়াট সুপারভোক চার্জার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।