‘এ দিল আশিকানা’র সেই নায়িকাকে এখন চেনাই যাচ্ছেনা

এ দিল আশিকানা

বিনোদন ডেস্ক : বলিউডের ৯০ দশকের বেশ কিছু অভিনেত্রী জনপ্রিয়তার খ্যাতিতে পৌঁছেছিলেন। তাঁদের মধ্যে কিছু অভিনেত্রী এখনো রয়েছেন, আর কিছু অভিনেত্রী সময়ে সাথে হারিয়ে গিয়েছেন। আজ যে অভিনেত্রীর কথা বলছি, তিনি হলেন ‘ইয়ে দিল আশিকানা’ খ্যাত অভিনেত্রী জীবিধা শর্মা।

এ দিল আশিকানা

যিনি শুরুতে বলিউডে হিট ছবি দিলেও পরিবর্তিত ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রাখতে পারেননি। হারিয়ে গিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রি থেকে। চলুন এই প্রতিবেদন থেকে অভিনেত্রী জীবিধা শর্মার ক্যারিয়ার গ্রাফ সম্পর্কে জেনেনিন।

অভিনেত্রী জীবিধা শর্মা ১৯৮০ সালের ১০ ডিসেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল রোমান্টিক ছবি ‘কড়ালে নিম্মাধি’ দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন। পরের বছরই অর্থাৎ ১৯৯৯ সালে তিনি বলিউডে পা রাখেন। সুভাষ ঘাইয়ের পরিচালনায় ‘তাল’ ছবিতে তাঁকে পার্শ্বনায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যায়, এটিই ছিল বলিউডে অভিনয় করা তাঁর প্রথম ছবি। তবে ‘ইয়ে দিল আশিকানা’ ছবির মধ্যে দিয়ে অভিনেত্রী জীবিধা অধিক পরিচিতি লাভ করেছিলেন।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে তিনি করন নাথের বিপরীতে অভিনয় করেছিলেন। ছবিটি বক্সঅফিসে সাফল্য লাভ করেছিল, বিশেষ ভাবে এই ছবির গান গুলি আজও মানুষের মনে জায়গা করে রয়েছে। তবে এই অভিনেত্রীকে মানুষের আর সেভাবে মনে নেই। কয়েকটি ছবিতে কাজ করার পরই সম্পূর্ণরূপে হারিয়ে গেছেন বলিউড থেকে।

‘ইয়ে দিল আশিকানা’-তে কাজ করে তিনি বেশ পরিচিতি লাভ করেছিলেন। এই ছবির গানগুলি আজও মানুষ শুনতে ভালোবাসেন। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো বলিউডে লম্বা সময় রাজ করবেন। কিন্তু তা হয়নি। রানি মুখার্জি, কারিনা কাপুরের সমসাময়িক এই অভিনেত্রী বলিউডে নিজের ছাপ ফেলতে পারেননি।

আপনাদের জানিয়ে রাখি, তিনি হিন্দি ছাড়াও আঞ্চলিক ভাষা যেমন পাঞ্জাবি, তামিল, তেলেগু ছবিতেও কাজ করেছিলেন। তবে সেখানেও তিনি নিজের ক্যারিয়ার বানাতে ব্যার্থ হয়েছিলেন। বলিউডে ব্যার্থ হয়ে, তিনি তেলেগু ছবি ‘যুবরত্ন’ এর মাধ্যমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন।

কিন্তু সেখানেও তিনি দীর্ঘ স্থায়ী হতে পারেননি। এরপর গুরুদাস মানের সঙ্গে ‘মিনি পাঞ্জাব’ ছবিতে তিনি কাজ শুরু করেন, এটিই ছিল তাঁর অভিনীত প্রথম পঞ্জাবি ছবি। এরপর বেশ কিছু পাঞ্জাবি ছবিতে তিনি কাজ করলেও, সেখানে অভিনেত্রী নিজের ক্যারিয়ার বানাতে অসফল থেকেছেন। প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতেই অভিনেত্রীর শুরুটা ভালো থাকলেও, তিনি বেশিদিন সেই ইন্ডাস্ট্রি সঙ্গে যুক্ত থাকতে পারেননি । যে কারণে তিনি পরবর্তীতে টিভি সিরিয়াল ও বিজ্ঞাপনেও কাজ করতে আরম্ভ করেন। তবে সেখানেও তিনি নিজের জায়গা বানিয়ে নিতে ব্যার্থ থেকেছেন।

গানের তালে বানালেন রিল ভিডিও, যা বললেন স্বপ্না চৌধুরী

বহু ব্যর্থতার পরেও অভিনেত্রী জীবিধা শর্মাকে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত মহেঞ্জোদারো ছবিতে ছোট্ট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা ঋত্বিক রোশন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে খুবই পছন্দ করেন। মাঝেমধ্যেই নিজের সুন্দর সুন্দর ছবি ও ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন।