নতুন হলদে রঙের iPhone 14 ও iPhone 14 Plus লঞ্চ হয়ে গেল, দাম কত?

হলদে রঙের iPhone

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত বছর Apple তার iPhone 14 Series-এর পর্দা উন্মোচন করেছিল। সেই সিরিজ়ে রয়েছে চারটে ফোন- iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max। এবার iPhone 14 সিরিজ়ের একটি নতুন কালার মডেল লঞ্চ করা হল। তবে সেই হলদে রংটি কেবল iPhone 14 এবং iPhone 14 Plus-এর জন্যই লঞ্চ করা হয়েছে। নতুন কালার মডেলগুলির দাম কত, নতুন কোনও ফিচার্স দেওয়া হয়েছে কি না, এমন যাবতীয় তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

হলদে রঙের iPhone

হলদে রঙের iPhone 14 এবং iPhone 14 Plus-এর দাম কত

এর আগে iPhone 14 এবং iPhone 14 Plus এই ফোন দুটির মোট পাঁচটি কালার মডেল ছিল- ব্লু, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং লাল। সেই জায়গায় এবার আরও একটি নতুন কালার যোগ করা হল। দুটি ফোনেরই নতুন কালার মডেলের তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে- 128GB, 256GB এবং 512GB। হলদে রঙের iPhone 14-র বেস মডেলের দাম 79,900 টাকা এবং iPhone 14 Plus-এর দাম 89,900 টাকা।

iPhone 14 এবং iPhone 14 Plus: স্পেসিফিকেশন
এদের মধ্যে iPhone 14-তে রয়েছে একটি 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে এবং iPhone 14 Plus-এ রয়েছে একটি 6.7 ইঞ্চির স্ক্রিন। পারফরম্যান্সের জন্য দুটি ডিভাইসেই রয়েছে অ্যাপল-এর শক্তিশালী A15 Bionic চিপসেট এবং সফটওয়্যার হিসেবে লেটেস্ট iOS 16 অপারেটিং সিস্টেম।

iPhone 14 ও 14 Plus-এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 12MP এবং এটি একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে দুটি ফোনেই 12MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 12MP ট্রুডেপথ ক্যামেরা।

দুটি ফোনেরই ক্যামেরায় রয়েছে কিছু চমৎকার ফিচার্স। তার মধ্যে উল্লেখযোগ্য হল একটি অ্যাডভান্সড স্টেবিলাইজ়েশন ফিচার, যার নাম অ্যাকশন মোড। অতিরিক্ত ফিচার্স হিসেবে রয়েছে আপডেটেড সিনেম্যাটিক মোড, যা 30 এবং 24 ফ্রেম পার সেকেন্ডে 4K ভিডিয়ো রেকর্ড করতে পারে। এছাড়াও নতুন ফটোনিক ফিচারের মাধ্যমে দুটি ফোনেরই লো-লাইট পারফরম্যান্স ভাল করা হয়েছে।