বিনোদন ডেস্ক : সকাল সকাল কলকাতায় অক্ষয় কুমার। বিমানবন্দর থেকে কলকাতায় ঘোরাফেরা, একের পর এক ছবি পোস্ট করে চললেন ‘খিলাড়ি’। সঙ্গে রয়েছেন বোনেরা। ছবির পাতানো বোন তাঁরা, যাঁরা আপাতত জীবনেও জুড়ে গিয়েছেন।
আসন্ন ছবি ‘রক্ষা বন্ধন’ মুক্তি পাবে ১১ অগস্ট। সেই আনন্দে বৃহত্তর রাখি উৎসবে মেতেছেন অভিনেতা। দেশ জুড়ে ছবির প্রচার করছেন। দিন দুয়েক আগে জয়পুরের রাখি কারিগরদের গ্রামে ঘুরে এসেছেন। তাঁর হাতে রাখি বেঁধে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন স্থানীয়রা। এর পর পা রাখলেন প্রিয় শহর কলকাতায়।
প্রচার অনুষ্ঠানে আসার পথে কলকাতা ঘুরে দেখল ‘রক্ষা বন্ধন’ পরিবার। বৃষ্টিভেজা পথে হলুদ ট্যাক্সিতে চড়ে ছবি তুললেন অক্ষয় ও বোনেরা। সেই ছবি নিজেই পোস্ট করে অভিনেতা লিখলেন, ‘ট্যাক্সি চড়ে কলকাতা দর্শন করে গেলাম, সঙ্গে বোনেরা’। অক্ষয় জানালেন, এর পর যাবেন লখনউ। তার পর দিল্লি। মজা করে লিখলেন, ‘ছবি বানানো ঘোড়দৌড়ের মতো। প্রচার অভিযান কাঁদিয়ে ছাড়ে’।
‘বচ্চন পন্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, বক্স অফিসে প্রভাব ফেলতে পারেনি। তবে ‘রক্ষা বন্ধন’ নিয়ে বিশেষ আশা অক্ষয়ের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।