বিনোদন ডেস্ক : গেলো বছর নেটদুনিয়ায় সবচেয়ে ভাইরাল গানটি হলো ‘মানিকে মাগে হিতে’। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গানটি ঘিরে আগ্রহের কমতি ছিলো না।
সে সময় নেট দুনিয়ায় চোখ রাখলেই দেখা যেত, মিষ্টি চেহারার এক তরুণী মাইক্রোফোনের সামনে গান গাইছেন। গভীর চাহনী আর প্রাণ উজাড় করা হাসিতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন তিনি। এরপর সিংহালী ভাষার এই গানের তামিল, মালয় ও বাংলা সংস্করণ বের হয়েছে।
এই গায়িকার নাম ইয়োহানি ডি সিলভা। বয়স মাত্র ১৮ বছর। এ বয়সেই প্রতিভার ঝলকানি দেখিয়েছেন ইয়োহানি। এক গানেই বিশ্বব্যাপী তারকা খ্যাতি পান তিনি। এবার ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন এই গায়িকা।
চুক্তিপত্রে সই করে আপ্লুত ইয়োহানি বলেন, ‘ভূষণ কুমারের মতো বিশিষ্ট মানুষ এবং টি-সিরিজের মতো এত নামি প্রতিষ্ঠানের হয়ে গাওয়ার সুযোগ পাওয়া যেকোনো শিল্পীর কাছেই স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি দারুণ খুশি, উচ্ছ্বসিত এবং কৃতজ্ঞ। একটা গান আমার জীবন এভাবে বদলে দেবে ভাবতেই পারিনি।’
এদিকে ইয়োহানিকে টি-সিরিজের মুখ হিসেবে পেয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার ভূষণ কুমারও বেশ উচ্ছ্বসিত। তার ভাষ্য, ‘বরাবরই গানের দুনিয়ায় নতুন ধারা তৈরিতে সামিল হয়ে এসেছি। আশা করি, ইয়োহানির মতো তরুণ প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের সঙ্গে পেয়ে শ্রোতাদের দুর্দান্ত সব গান উপহার দিতে পারব।’
একসঙ্গে কাজ করেও একে অপরের সঙ্গে বিন্দুমাত্র কথা বলেননি তারা
প্রসঙ্গত, শ্রীলংকায় দারুণ জনপ্রিয় ইয়োহানি। সেখানে নিয়মিত স্টেজ শো করেন। তিনি নিজেই গান লেখেন, সুর করেন। অনেক আগে থেকেই তিনি ইউটিউবে বেশ জনপ্রিয়। এর আগে তার গাওয়া আরেকটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে ‘মানিকে মাগে হিতে’ গানটি তাকে ভারত, বাংলাদেশেও জনপ্রিয়তা এনে দিয়েছে। শ্রীলংকায় তাকে ‘র্যাপ প্রিন্সেস’ বলা হচ্ছে।
এছাড়া ইয়োহানির বাদ্যযন্ত্রের ব্যবসাও রয়েছে। বিদেশি বাদ্যযন্ত্র আমদানি করে শ্রীলংকায় বিক্রি করেন, আবার সেখানকার স্থানীয় বাদ্যযন্ত্র রফতানি করেন অন্য দেশে।
অনেকের মতে, ‘মানিকে মাগে হিতে’ গানটির সুর যেমন শ্রোতাদের হৃদয় স্পর্শ করেছে, তেমনি গায়িকা ইয়োহানির রূপেও মেতেছে নেটিজেনরা। সুরের পাশাপাশি তার স্নিগ্ধ রূপের জাদুও গানটিকে জনপ্রিয় করতে সাহায্য করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।