যশকে যেভাবে ভালবাসায় ভরালেন নুসরাত

যশ ও নুসরাত

বিনোদন ডেস্ক : প্রথম সংসার ভাঙার পর দ্বিতীয় বিয়েতে সুখ খুঁজে পেয়েছেন যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান। প্রতিনিয়ত ‘কাপল গোলস’ দিয়ে চলেন তাঁরা। প্রতিটি কাজেই একে অপরকে উৎসাহ দিতে দেখা যায় তাঁদের। যশ এবার বলিউড পাড়ি দিচ্ছেন। জীবনসঙ্গীর এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপে নুসরাত পাশে থাকবেন না, তা কি হয়?

যশ ও নুসরাত

যশ যে হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন তা আগেই জানা গিয়েছিল। তবে সবটাই গুঞ্জনের পর্যায়ে ছিল এতদিন। বলিউড ডেবিউয়ের ব‍্যাপারে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেতা। শেষমেষ নিজেই ফাঁস করলেন বড় খবরটা। সত‍্যিই আরব সাগর পারের বাসিন্দা হতে চলেছেন যশ। নিজের প্রথম বলিউড ছবির টিজার প্রকাশ‍্যে এনেছেন তিনি।

টি সিরিজের কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী দিব‍্যা খোসলা কুমারের বিপরীতে দেখা যাবে যশকে। একটি অ্যানিমেটেড টিজার প্রকাশ‍্যে এনেছেন অভিনেতা। ছবির নাম ‘ইয়ারিয়া ২’। হিমাংশ কোহলি, রকুল প্রীত সিং, ইভলিন শর্মাদের দেখা গিয়েছিল ‘ইয়ারিয়া’ ছবিতে। ওই ছবিরই সিক‍্যুয়েল হতে চলেছে ইয়ারিয়া ২। দিব‍্যা খোসলা কুমার আগের ছবিটির পরিচালনা করেছিলেন। আর সিক‍্যুয়েলে তিনিই নায়িকা।

টিজারে যদিও নায়ক নায়িকাকে দেখা না গেলেও ছবিতে যে একাধিক শহরের গল্প উঠে আসবে তার আভাস পাওয়া গিয়েছে। ছবিতে যশ দিব‍্যা ছাড়াও রয়েছেন মিজান জাফরি, ওয়ারিনা হুসেন, পার্ল ভি পুরি, প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার এর মতো অভিনেতা অভিনেত্রীরা। পরিচালনার দায়িত্বে রয়েছেন বিনয় সাপ্রু এবং রাধিকা রাও।

মানসিক চাপ কমাতে বাড়িতেই মেনে চলতে পারেন এই নিয়ম

যশের প্রথম বলিউড ছবি। শুভেচ্ছা আর ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নুসরাত জাহান। ইনস্টাগ্রাম স্টোরিতে টিজারটি শেয়ার করে যশ এবং দিব‍্যাকে ট‍্যাগ করে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা’। শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক রামকমল মুখার্জি এব‌ং ঐন্দ্রিলা সেনও। আগামী বছর ১২ মে মুক্তি পেতে চলেছে ইয়ারিয়া ২।