লাইফস্টাইল ডেস্ক : কিছুদিনের মধ্যে গরমে ছুটি পড়বে। আর ছুটি মানেই বেড়াতে যাওয়া। তা ছুটির ঘোরাঘুরির পরিকল্পনা করার আগে, হোটেল সংক্রান্ত কিছু জরুরি তথ্যে জেনে নেওয়া ভালো। বেড়াতে গিয়ে হোটেল হোক বা হোম স্টে বুক করা দরকার। হোটেল বুকিং নির্ভর করে বেড়ানোর সময়, ট্রেন বা ফ্লাইটের টাইম, কতজন সদস্য বেড়াতে যাবেন ইত্যাদির উপর। সেই অনুযায়ী খরচও ঠিক করতে হয়। আজকাল বেশিরভাগ পর্যটকই অনলাইনে হোটেল বুক করে নেন। কিন্তু বুকিং-এর সময় একটা জিনিস খেয়াল করেছেন, যে হোটেলে যে কোনও সময়ে চেক-ইন করা গেলেও চেক-আউটের একটি নির্দিষ্ট সময় থাকে? প্রায় সমস্ত হোটেলের চেক আউটের সময়ই মোটামুটি বেলা ১২টা হয়। কিন্তু কেন এই সময়টি বেঁধে দেওয়া হয়েছে জানেন?
একটা কথা খুব সহজ যে, ছোটো হোটেল হোক বা বড়, গ্রাহকের কাছ থেকে পুরোপুরি ২৪ ঘণ্টার ভাড়াই নেওয়া হয়। যদিও গেস্ট কিন্তু পুরোপুরি ২৪ ঘণ্টার জন্য কামরা পান না। এর পিছনে হোটেলওয়ালাদের কিছু যুক্ত রয়েছে। আজ বরং সেগুলিই জেনে নেওয়া যাক।
হোটেলের ঘর সহজে পরিষ্কার করার সুবিধা
হোটেলে চেক-আউটের সময় বেলা ১২টায় রাখার বেশ কারণ রয়েছে, সেগুলির মধ্যে সবচেয়ে বড় কারণটি হল হোটেলের রুম পরিষ্কার করা। একজন গেস্ট চলে যাওয়ার পর হোটেলকর্মীরা পরের অতিথির জন্য দ্রুত ঘর প্রস্তুত করে থাকেন। এরজন্য প্রথমেই দরকার ঘর পরিষ্কার করা, বিছানার চাদর পরিবর্তন, টয়লেটের প্রসাধনী পরিবর্তন সহ একাধিক কাজ। একই সময়ে যদি পুরোনো এবং নতুন গ্রাহক ঘরে আসা যাওয়া করেন, তাহলে ঘর পরিষ্কার করা সম্ভব হয় না। গ্রাহক দেরিতে প্রস্থান করলে সেক্ষেত্রে কর্মীদের অসুবিধা হয়।
অতিথি যেন প্রস্তুত হওয়ার সময় পান
ছুটি কাটাতে গিয়ে লোকে হোটেলে ওঠেন। তাই ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করার মুড কারোরই থাকে না। তাঁদের কথা মাথায রেখেই হোটেলে চেক-আউট সময় সকাল ৮ বা ৯ টার পরিবর্তে বেলা ১২টা করা হয়। এতে গ্রাহক ঘুম থেকে উঠে তৈরি হওয়ার জন্য অনেকটা সময় পান।
সীমিত কর্মী সংখ্যার মধ্যেই কাজ সম্পূর্ণ করা
বেশিরভাগ হোটেলে চেকআউটের সময় বেলা ১২টা হওয়ার কারণ, সবকিছু দ্রুত পরিচালনা করা। সময়ের মধ্যে সবকিছু শেষ করতে হলে অতিরিক্ত হোটেল কর্মী প্রয়োজন। কিন্তু হাতে কিছুটা সময় থাকলে কম কর্মী দিয়েই সমস্ত কাজ করিয়ে নেওয়া যাবে। অতিরিক্ত কর্মচারী নিয়োগের প্রশ্ন নেই। ফলে হোটেলের বাজেট কিছুটা বাঁচবে।
হোটেল কর্মীদেরও একটু সুবিধা হয়
একটি নির্দিষ্ট চেকআউটের সময় থাকলে হোটেল পরিচালনা করা সহজ হয়। এবং নতুন অতিথিদের চেক-ইন সময়টাও গুছিয়ে নেওয়া যায়। নতুন অতিথিদের জন্য সময়মতো ঘর প্রস্তুত করে দেওয়া যায়। হাউসকিপিং এবং অন্যান্য পরিষেবাগুলির জন্য সঠিকভাবে পরিচালনা করার সুবিধা হয়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।