লাইফস্টাইল ডেস্ক : বর্ষার সময় প্রায়ই টানা বৃষ্টি হতে থাকে, দেখা পাওয়া যায় না রোদের। এতে আবহাওয়া স্যাঁতসেঁতে হয়ে পড়ে। ঘরের আর্দ্র ভাব ও ভ্যাপসা গন্ধও বেশ বিরক্তি নিয়ে আসে। স্যাঁতসেঁতে আবহাওয়াতেও ঘর সতেজ ও সুরভিত রাখতে এই কাজগুলো করতে পারেন।
১। বানিয়ে ফেলুন পটপৌরি
পটপৌরি হলো শুকনা উপাদান, মসলা এবং তেলের মিশ্রণ যা ঘর সুবাসিত রাখে। এটি বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি করা যেতে পারে। এটি কিন্তু খুব সহজে নিজেই বানিয়ে ফেলতে পারেন। কয়েক সপ্তাহজুড়ে ঘরে সুগন্ধ ছড়াবে পটপৌরি। সোফার সামনের ছোট্ট টেবিলে কিংবা আয়নার সামনে এটি সাজিয়ে রাখতে পারেন। সুদৃশ্য পাত্রে কিছুটা পটপোরি ঢেলে রাখলেই সুগন্ধ টের পাওয়া যায়। শৌখিন কফি কাপ, স্বচ্ছ কাচের গ্লাস, ফল রাখার কাচের পাত্রেও পটপোরি রাখা যায়। আবার ছোট্ট সুদৃশ্য কাপড়ের বটুয়ায় ভরে বাড়ির কোনও একটি জায়গায় বা বাথরুমে ঝুলিয়ে দিতে পারেন। কাপড়ের আলমারিতে রাখলে সুগন্ধ থাকবে পোশাকে।পটপৌরি তৈরির জন্য এমন সব ফুল বেছে নিন, যেগুলো শুকিয়ে গেলেও তাদের রঙ নষ্ট হবে না। রাখতে পারেন গোলাপ, ল্যাভেন্ডার, জিনিয়া, গাঁদার মতো ফুল। দারুচিনি, লবঙ্গের ব্যবহারও হয় এতে। রকমারি ফুল মিশিয়ে কিছুটা এসেনশিয়াল অয়েল যোগ করে বানিয়ে ফেলতে পারেন পটপোরি।
২। কাজে লাগাতে পারেন বেকিং সোডা
বেকিং সোডা ঘরের কটু গন্ধ শুষে নিতে পারে। ছোট ছোট পাত্রে কিছু বেকিং সোডা নিয়ে ঘরের বিভিন্ন কোণে রেখে দিন, বিশেষ করে রান্নাঘর ও বাথরুমে। প্রতি সপ্তাহে তা পরিবর্তন করুন।
৩। মসলার স্প্রে ঘরে আনবে সুগন্ধ
একটি পাত্রে পানি নিয়ে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং কমলার খোসা দিন। কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়ে স্প্রে বোতলে ভরে নিন। প্রতিদিন ঘরের কোণায় স্প্রে করুন।
৪। সুগন্ধি গাছপালা রাখুন ঘরে
বাড়িতে তুলসী, লেমন গ্রাস, পুদিনা, রোজমেরি কিংবা ল্যাভেন্ডারের মতো গাছ রাখতে পারেন। এগুলো শুধু ঘরের বাতাস শুদ্ধ করে না, বরং দারুণ এক প্রাকৃতিক গন্ধও ছড়ায়।
৫। কাজে আসবে ভিনেগার
ভিনেগার চমৎকার একটি গন্ধ শোষক। একটি ছোট কাচের বাটিতে সামান্য সাদা ভিনেগার নিয়ে ঘরের মাঝখানে রাখুন। এটি বাথরুম, রান্নাঘর বা বেসমেন্টের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে।
৬। ল্যাভেন্ডার ও ক্যামোমাইল স্প্রে
একটি ছোট স্প্রে বোতলে ১৫ ফোঁটা ল্যাভেন্ডার তেল, ১৫ ফোঁটা ক্যামোমাইল তেল, এক চা চামচ ভ্যানিলা নির্যাস এবং কিছুটা পানি মিশিয়ে নিন। ঘরের পর্দা, বিছানার চাদর বা সোফায় এটি স্প্রে করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।