মুখের উজ্জ্বলতা বাড়াতে পারেন পাঁচ উপায়ে

উজ্জ্বলতা

লাইফস্টাইল ডেস্ক : ত্বকের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করতে ও উজ্জ্বল ত্বকের জন্য মুখ পরিস্কার রাখা জরুরি। মুখ পরিষ্কার করার নানা উপায় রয়েছে। নিম্নে মুখ পরিষ্কার রাখার পাঁচটি উপায় নিয়ে আলোচনা করা হলো-

উজ্জ্বলতা

১. প্রতিবার দুইবার মুখ ধোয়া : সকালে ঘুম থেকে ওঠার পর ও রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ পরিষ্কার করতে হবে। এরপর ত্বকের ধরন অনুসারে (নরমাল, ড্রাই বা অয়েলি) একটি ফেসওয়াশ ব্যবহার করা যেতে পারে।

২. কুসুম গরম পানি ব্যবহার : মুখ ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করা যেতে পারে। কুসুম গরম পানি ত্বককে শুষ্ক রাখে এবং লাল ভাব তৈরি করে।

৩. মুখে নরম কাপড় ব্যবহার : মুখে সবসময় নরম ও পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে। আঙুলের ডগা দিয়ে আলতোভাবে স্ক্রাব করতে হবে। এতে ত্বকের ক্ষতির সম্ভবনা কম থাকে ।

৪. রাতে ঘুমানোর আগে মেকআপ তুলে ফেলা : রাতে ঘুমানোর আগে মেকআপ তুলে মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে। রাতে মেকআপ রেখে দিলে ত্বকের ছিদ্র আটকে যায় যা ত্বকের জন্য ক্ষতিকর।

৫. ময়েশ্চারাইজ করা : মুখ ধোয়ার পরে আপনার ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার লাগাতে হবে।

গ্লোবালি লঞ্চ হল Vivo V29 5G, রয়েছে সুন্দর কিছু ফিচার

ময়েশ্চারাইজিং ত্বকের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত তৈলাক্তভাব দূর করে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া