বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চ্যাটজিপিটি আর টেক্সট বেইজড কৃত্রিম বুদ্ধিমত্তা থাকছে না। নয় মাস আগে মুক্তি পাওয়া চ্যাটজিপিটি এখন এই খাতের সবচেয়ে সফলতম জেনারেটিভ এআই। এবার তারা চ্যাটজিপিটির সঙ্গে কথা বলার সুযোগ করে দিচ্ছে।
Advertisement
ওপেন এআই জানিয়েছে, তারা ইতোমধ্যে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। চ্যাটজিপিটিকে আরও ব্যবহারযোগ্য করার জন্যই তারা নতুন এই ফিচার আনতে চলেছে। এখন যে কেউ কোনো কমান্ড দিয়ে চ্যাটজিপিটিকে বলার সুযোগ দেবে৷
চ্যাটজিপিটি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কয়েকজন ভয়েস অ্যাক্টরের সঙ্গে কাজ শুরু করেছে। পাঁচটি ভিন্ন কণ্ঠে নতুন এই টেক্সট টু স্পিচ মডেল কাজ করবে৷
শুধু তাই নয়, চ্যাটজিপিটি এখন ছবিও শনাক্ত করতে পারবে৷ কোনো ছবি আপলোড করে এ সম্পর্কে বিস্তারিত জানারও নতুন সুবিধা পাওয়া যাবে সামনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।