আশ্চর্য সব স্বপ্নের মানে নিজেই বুঝতে পারবেন

লাইফস্টাইল ডেস্ক : আপনি কি রোজ রাতে স্বপ্নে দেখেন? নাকি প্রায়ই দেখেন? কীসের স্বপ্ন দেখেন? প্রিয় জনের? কোনও বিশেষ জায়গার? নাকি বুঝেই উঠতে পারেন না কী দেখছেন? কিছু স্বপ্ন অনেক দিন পরও মনে থেকে যায়, আবার কিছু স্বপ্ন চোখ খুলেই হয়তো ভুলে যান। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সব স্বপ্নেরই রয়েছে বিশেষ অর্থ, বিশেষ বার্তা।

জেনে নিন এমনই কিছু স্বপ্নের অর্থ। যেগুলো দেখলে কখনই অবহেলা করবেন না। পড়ার চেষ্টা করুন স্বপ্ন।

বক্স : যদি স্বপ্নে বক্স দেখেন তার মানে আপানর থেকে কিছু লুকিয়ে রাখা হচ্ছে। যদি খালি বক্স দেখেন তাহলে আপনি হতাশায় ভুগছেন। অনেকগুলো বক্স দেখা মানে আপনি নিজেকে প্রকাশ করতে পারছেন না।

ফোন : যদি স্বপ্নে ফোন বাজতে দেখেন তাহলে কোনও বিশেষ বার্তা বা সঙ্কেত পাচ্ছেন আপনি। যদি ফোন বাজতে থাকে আপনি না ধরনে তার মানে সেই বার্তা বা সঙ্কেত আপনি এড়িয়ে যাচ্ছেন।

ওড়া : স্বপ্নে যদি নিজেকে উড়তে দেখেন তাহলে বুঝতে হবে অবচেতন মন থেকে জেগে ওঠার সময় এসেছে। জীবনে কিছু সমস্যা এমন রয়েছে আপনি যার উর্ধ্বে উঠতে চাইছেন।

চাঁদ : স্বপ্নে চাঁদ দেখা মানে আপনার নিজের মধ্যে লুকিয়ে থাকা বা অদেখা, অথবা কোনও সৃজনশীল দিকে থেকে আপনি পালিয়ে যাচ্ছেন।

রাস্তা : স্বপ্নে রাস্তা দেখা মানে আপনি নিজের জীবনের পথ দেখছেন। যদি আপনি পরিষ্কার, সোজা কোনও রাস্তা দেখেন তাহলে আপনার জীবন সহজ পথে চলছে। যদি কুয়াশা ঢাকা পথ দেখেন তাহলে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়া প্রয়োজন।
ফুল : যদি স্বপ্নে ফুল ফুটতে দেখেন তাহলে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে। যদি গাছের চারা বা ফসল ফলতে দেখেন তাহলে আগে কোনও কাজের বীজ বপন করেছিলেন যার ফল পেতে পারেন। আর যদি শুকিয়ে যাওয়া ফুল দেখেন তাহলে জীবনের কোনও অধ্যায় শেষ হতে চলেছে।

পানি : স্বপ্নে পানি দেখা আপনার অ্যাম্বিশনের প্রতিফলন। যদি আপনি সমুদ্র দেখেন তাহলে এখন বড় কোনও সুযোগের জন্য ঝুঁকি নেওয়ার সময়। যদি ছোটখাট জলাশয় দেখেন তাহলে হয়তো আপনি একটু বেশিই চেষ্টা করছেন।