লাইফস্টাইল ডেস্ক : কুমিরের রং সাদা! এ আবার হয় নাকি। হয়। হয়েছে। ফ্লোরিডার অরল্যান্ডোতে জন্ম হয়েছে এক ছোট্ট কুমিরের। যার গায়ের রং শ্বেত ভাল্লুকের মত ধবধবে সাদা। যেই ঘটনা চমকে দিয়েছে গোটা বিশ্বকে।অরল্যান্ডো বনকর্মীদের দাবি, এটি বিরল। কুমিরের রং কেন সাদা? কুমিরের শরীরে লিউসিজমের অভাব রয়েছে।
এর কারণে পিগমেন্টেশনের ক্ষতি । লিউসিজম হল একটি বিরল জেনেটিক অবস্থা। তারা রোদে বেশিক্ষণের জন্য থাকতে পারে না। কত বছর পর বিশ্বে ঘটল এমন ঘটনা? ৩৬ বছর আগে প্রথমবার লুইসিয়ানার জলাভূমিতে এরকম একটি সাদা কুমিরের জন্ম হয়েছিল।
লিউসিস্টিক এই অ্যালিগেটররা আমেরিকান অ্যালিগেটর প্রজাতির মধ্যে বিরল জেনেটিক বৈচিত্র্যের ।আমরা মূলত যে ধরনের কুমির দেখি, তারা অ্যালবিনো প্রজাতির কুমির। চোখ তাদের গোলাপি এবং উজ্জ্বল নীল চোখ হয়। লিউসিস্টিক কুমিরগুলি অ্যালবিনোসের মতো সূর্যালোক পছন্দ করে না। যার ফল গায়ের রং হয় আলাদা। আর সাদা কুমির দেখতে ইতিমধ্যেই ফ্লোরিডায় ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
কুমিরের রং সাদা! এ আবার হয় নাকি। হয়। হয়েছে। ফ্লোরিডার অরল্যান্ডোতে জন্ম হয়েছে এক ছোট্ট কুমিরের। যার গায়ের রং শ্বেত ভাল্লুকের মত ধবধবে সাদা। যেই ঘটনা চমকে দিয়েছে গোটা বিশ্বকে।অরল্যান্ডো বনকর্মীদের দাবি, এটি বিরল।
কুমিরের রং কেন সাদা? কুমিরের শরীরে লিউসিজমের অভাব রয়েছে। এর কারণে পিগমেন্টেশনের ক্ষতি । লিউসিজম হল একটি বিরল জেনেটিক অবস্থা। তারা রোদে বেশিক্ষণের জন্য থাকতে পারে না।
কত বছর পর বিশ্বে ঘটল এমন ঘটনা? ৩৬ বছর আগে প্রথমবার লুইসিয়ানার জলাভূমিতে এরকম একটি সাদা কুমিরের জন্ম হয়েছিল। লিউসিস্টিক এই অ্যালিগেটররা আমেরিকান অ্যালিগেটর প্রজাতির মধ্যে বিরল জেনেটিক বৈচিত্র্যের ।আমরা মূলত যে ধরনের কুমির দেখি, তারা অ্যালবিনো প্রজাতির কুমির। চোখ তাদের গোলাপি এবং উজ্জ্বল নীল চোখ হয়। লিউসিস্টিক কুমিরগুলি অ্যালবিনোসের মতো সূর্যালোক পছন্দ করে না। যার ফল গায়ের রং হয় আলাদা। আর সাদা কুমির দেখতে ইতিমধ্যেই ফ্লোরিডায় ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।