অন্যরকম খবর ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি মাঝে মধ্যেই ভাইরাল হয়। কাঁচের তৈরি দুই মুখওয়ালা একটি বাঁকা বোতলের। প্রকৃত পক্ষে এই বোতলটিকে কেউ চেনেন কিনা বা এর নাম কি— সেটাই জানতে চাওয়া হয় বিভিন্ন পোস্টে।
সম্প্রতি শুদ্ধ বানান চর্চা (শুবাচ) গ্রুপে শেখ সালাম শান্ত নামের এক ব্যক্তি সংগৃহীত একটি লেখা পোস্ট করেছেন। সেখানে দুই মুখওয়ালা একটি কাঁচের বোতলের ছবি পোস্ট করে বলা হয়েছে, ‘একটা দুষ্পাপ্য ছবি ১৯৯০ সালের পর হারিয়ে যাওয়া বাংলাদেশের একটা খুবই জনপ্রিয় পণ্য। বলতে হবে এটার নাম কী ছিল? কী কাজে ব্যবহার হয়েছিল? এখন কী কোথাও বিক্রি করা হয়?’
এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। কেউ বলেছেন, এটি ফিডার, দুধদানী, কাঁচের দুই মুখওয়ালা ফিডার, কাঁচের সাগর কলা। আবার কেউ কেউ বলেছেন, এটি মাইফোস বা মাইপোষ।
নূরজাহান খানম লিখেছেন, এটাতে ছোট বেলা দুধ খেয়েছি। এটাকে বলে মাইফোস।
ফারজানা তৃষা লিখেছেন, এখনো আছে অনেকের কাছে। এন্টিক গ্রুপগুলোতে ক্রয়-বিক্রয় হয়।
নাফুন নাহার আক্তারী লিখেছেন, দুধদানী আমার ছোট্ট ভাই লেলিনকে মা দুধ খাওয়াতো।
সায়েম লিখেছেন, এটি ফিডার। আমাদের বাসায় এখনো আছে।
হাবিবুর রহমান লিখেছেন, ফিডার আমি এটা খেয়েই বড় হয়েছি
তবে মো. মাহবুবুর রহমান লিখেছেন, এটা বাচ্চাদের দুধ পান করানোর ফিডার। সত্তর দশক পর্যন্ত কাঁচের তৈরি এই বোতলগুলো ঘরে ঘরে ব্যবহৃত হতে দেখতাম।
জালাল উদ্দিনও লিখেছেন, সত্তর দশকের শুরুতে এ ধরনের ফিডার দেখেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।