লাইফস্টাইল ডেস্ক : এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর মালিক মুকেশের ব্যবসার হাতেখড়ি তার বাবা ধীরুভাই আম্বানির হাতে হয়েছিল। ধীরুভাই চেয়েছিলেন তার ছেলে ভবিষ্যতে ব্যবসা করতে গিয়ে যেন আটকে না যান। সে জন্য মুকেশ আম্বানিকে একজন দক্ষ মানুষের কাছে কাজ শেখার ব্যবস্থা করে দিয়েছিলেন। রসিকভাই মেসওয়ানি ছিলেন মুকেশের ‘গুরু’।
বর্তমানে রসিকভাই মেসওয়ানির দুই ছেলে নিখিল মেসওয়ানি ও হিতাল মেসওয়ানি এখানে সর্বাধিক বেতন পান। ওই দুই কর্মী মুকেশ আম্বানির আত্মীয়ও বটে। ধীরুভাই আম্বানির দিদি ত্রিলোচনার সন্তান ছিলেন রসিকভাই। আর তার ছেলেরা সম্পর্কে মুকেশ আম্বানির ভাইপো হন।
জানা গেছে, রসিকভাই মেসওয়ানি এই সংস্থার ডিরেক্টরদের মধ্যে অন্যতম ছিলেন। এই সংস্থায় তার বড় অবদান ছিল। রসিকভাই মেসওয়ানির ছেলে হিতাল মেসওয়ানি ১৯৯০ সালে এখান যোগ দেন। ১৯৯৫ সাল থেকে তিনি সংস্থার বোর্ডের একজন অন্যতম সদস্য হন। পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছেন তিনি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর পাশাপাশি অর্থনীতিতেও ডিগ্রি আছে তার। রিলায়েন্সের একাধিক প্রজেক্টে সাফল্য এসেছে তার হাত ধরেই। ]
অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ স্বামী ভিকি, কোন সিদ্ধান্ত নিলেন অঙ্কিতা?
হিতাল মেসওয়ানির আর এক ভাই হলেন নিখিল মেসওয়ানি। তিনিও বর্তমানে সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর। বর্তমানে রিলায়েন্সের মুম্বাই ইন্ডিয়ানস-এর ব্যবসা দেখাশোনা করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টিভি-নাইন সূত্রের বরাত দিয়ে জানায়, বছরে ২৪ কোটি টাকা বেতন পান তারা। অর্থাৎ হিসাব বলছে, একদিনে তাদের বেতন প্রায় ১৬ লক্ষ টাকা।
এই সংস্থা থেকে মুকেশ আম্বানি নিজে যা বেতন তুলতেন তার থেকেও বেশি পান এই দুই সদস্য!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।