বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতের মাহিন্দ্রা নতুন এক গাড়ি নিয়ে বাজারে হাজির হলো। এই গাড়ির ডিজাইন এতটাই অনবদ্য যে এই বাহন কিনতে মন চাইবে। যার মডেল মাহিন্দ্রা এক্সইউভি থ্রিএক্স (০)। এই গাড়িতে পাবেন অল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এছাড়াও উন্নত সেফটি ফিচার্স অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম যোগ করা হয়েছে গাড়িতে। ডিজাইন ও ফিচার্স দুই দিক দিয়েই তাক লাগাচ্ছে গাড়িটি।
নতুন এই গাড়িতে তিন ধরনের ইঞ্জিন পাওয়া যাবে, প্রথমটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। যা সর্বোচ্চ ১০ ব্রেক হর্সপাওয়ার এবং ২০০ এনএম টর্ক তৈরি করতে পারে সঙ্গে ৬ স্পিড ম্যানুয়াল এবং ৬ স্পিড অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন। দ্বিতীয়টির ইঞ্জিন ১.২ লিটার টার্বো পেট্রোল, যা সর্বোচ্চ ১২৯ ব্রেক হর্সপাওয়ার এবং ২৩০ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।
তৃতীয়টি হলো ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনের। যা সর্বোচ্চ ১১৫ ব্রেক হর্সপাওয়ার এবং ৩০০ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে পাবেন ৬ স্পিড ম্যানুয়াল এবং ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন।
গাড়ির কেবিনে পাবেন অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং আকর্ষণীয় থিম পেইন্ট। ফিচার্স রয়েছে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, হার্মান কার্ডন মিউজিক সিস্টেম, ডুয়াল টোন সানরুফ, অ্যাড্রোনক্স কানেক্টেড কার সিস্টেম, প্যানারমিক সানরুফ, রিমোট ক্লাইমেট কন্ট্রোল ইত্যাদি।
এসইউভি হোক বা হ্যাচব্যাক গাড়ির সেফটি ফিচার্স ভালো হওয়া ভীষণ জরুরি। আপনিও যদি সেফটি বেশি প্রাধান্য দিয়ে থাকেন তাহলে আপনার জন্য এই গাড়ি হাজির করেছে একগুচ্ছ সেফটি ফিচার্স। যার মধ্যে রয়েছে সেগমেন্ট ফার্স্ট লেভেল ২ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস)। এছাড়াও পাবেন ছয়টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, চারটি ডিস্ক ব্রেক, সমস্ত সিটের জন্য ৩ পয়েন্ট সিট বেল্ট, সিট বেল্ট রিমাইন্ডার, আইসো ফিক্স চাইল্ড সিট ইত্যাদি।
এই গাড়ির দাম রাখা হয়েছে ভারতে সাড়ে আট লাখ রুপি থেকে ১৪ লাখ রুপির মধ্যে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।