জুমবাংলা ডেস্ক : লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন। ডিপ্লোম্যাট ম্যাগাজিন লন্ডনের কূটনৈতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দিয়েছে।
মঙ্গলবার (লন্ডনের স্থানীয় সময়) এক আনুষ্ঠানিক আয়োজনে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
সোনিয়া মুন্নি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ৩৪তম ব্যাচের একজন পেশাদার কূটনীতিক।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।