বন্ধুদের সঙ্গে নাচতে গিয়ে নদীতে পড়ে যুবক নিখোঁজ

শুভ

কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকা ভ্রমণে গিয়ে শুভ (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুভ

শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিখোঁজ শুভ কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিলপাড়ার দুলাল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে করতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যান। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠে আসেননি। পানির স্রোতে তলিয়ে যান শুভ।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা থেকে অভিযান বন্ধ রয়েছে। খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন হবিগঞ্জের আরিফ

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম বলেন, গড়াই নদীতে ডুবে যাওয়ার ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছিল। খুলনা থেকে ডুবুরি দল এলে উদ্ধার অভিযান আবারও চালানো হবে।