জুমবাংলা ডেস্ক : স্ত্রী-সন্তান রেখে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়েছেন হিমেল মিয়া (৩৫) নামের এক যুবক। ২ মার্চ ময়মনসিংহের নান্দাইলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর ভাই নান্দাইল থানায় লিখিত অভিযোগ করেছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার চরলক্ষ্মীণদিয়া গ্রামের হারেছ মিয়ার পুত্র হিমেল মিয়া পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার অষ্টম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। বিষয়টি হিমেল মিয়ার পরিবারকে জানালে এ নিয়ে কোনো কর্ণপাত করেনি। একপর্যায়ে ২ মার্চ দুপুরে নান্দাইলের কানুরামপুর এলাকা থেকে হিমেল মিয়াসহ ২-৩ জন জোরপূর্বক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। ঘটনার ১১ দিন পার হলেও অপহরণের শিকার ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি।
গত বুধবার হিমেল মিয়ার বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। ঘর তালাবদ্ধ রেখে বাড়ি ছেড়ে পালিয়েছে পরিবারের সদস্যরা।
ওই ছাত্রীর ভাই বলেন, ‘আমার বোন সহজসরল। এই সুযোগ নিয়ে হিমেল জোরপূর্বক তাকে অপহরণ করেছে। দ্রুত আমার বোনকে ফেরত চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।