আন্তর্জাতিক ডেস্ক : ক্রমবর্ধমান জনসংখ্যা সংকটে ভুগছে চীন। জন্মহার বাড়াতে মরিয়া হয়ে উঠেছে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সরকারও। সম্প্রতি এক সন্তান নীতি শিথিল করে কোনো দম্পতিকে তিনটি পর্যন্ত সন্তান গ্রহণের অনুমতিও দিয়েছে দেশটি। এমনকি জনসংখ্যা বৃদ্ধির হার বাড়াতে নারীদের চাকরি ছেড়ে গৃহিণী হতেও উৎসাহিত করা হচ্ছে। অন্যদিকে দাম্পত্য জীবন শুরু করতে একেবারেই অনাগ্রহী চীনের তরুণরা। উলটো ‘বিয়ে নয়, বাচ্চাও নয়’-এই নয়া নীতিতে মেতে উঠেছে দেশটির নতুন এই প্রজন্ম। এএফপি।
চীনের শীর্ষস্থানীয় পপ কালচার ওয়েবসাইট ‘ডুবান’র এখন সবচেয়ে জনপ্রিয় স্লোগান হলো-‘নো ম্যারেজ, নো কিডস’ অর্থাৎ ‘বিয়ে নয়, বাচ্চাও নয়’। ওয়েবসাইটটির হাজার হাজার ব্যবহারকারী প্রতিদিন এখন এ বিষয়ে তাদের মতামত বিনিময়সহ ‘শিশুমুক্ত’ জীবনধারার বিষয়ে আলোচনার ঝড় তুলছে। ওয়েবসাইটটিতে সম্প্রতি একজন জিজ্ঞাসা করেছেন, কেউ আপনাকে ‘মা’ বলে ডাকার জন্য আপনি কি সত্যিই এত ত্যাগ করতে প্রস্তত? গত বুধবার প্রকাশিত চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ইতিহাসে সবচেয়ে বেশি জনসংখ্যা কমেছে দেশটিতে। মূলত শিশু পালনের ক্ষেত্রে কঠোর সামাজিক রীতিনীতির আর অর্থনৈতিক উদ্বেগের করণেই বর্তমানে সন্তান নিতে অনাগ্রহী চীনের তরুণরা।
চীনে একটি সন্তানের জন্ম দিতে গেলে সাধাণরত অনেক খরচের প্রয়োজন হয়। বিয়ে ছাড়া সন্তান জন্মদানের অনুমোদনও নেই দেশটিতে। আর তাই সন্তান জন্মদানের ক্ষেত্রে সাধাণরত প্রথমে কোনো বাড়ি কেনা, বিয়ের জন্য একজন সঙ্গী খুঁজে বের করা থেকে শুরু করে বিয়ের আয়োজন-এসবের জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। বেইজিং-ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ইউওয়া পপুলেশন রিসার্চ অনুযায়ী, ২০১৯ সালে চীনে জন্ম থেকে ১৮ বছর বয়স পর্যন্ত একটি শিশুকে লালনপালনের গড় খরচ ছিল ৪ লাখ ৮৫ হাজার ইউয়ান (৬৮ হাজার ডলার)। আর এই খরচের পরিমাণ ছিল সেই বছর দেশের মাথাপিছু জিডিপির প্রায় সাত গুণ। চীনের পশ্চিমাঞ্চলীয় শহর জিয়ানের কাও নামের একজন নারী সন্তান না নিতে চাওয়ার কারণ হিসাবে অর্থনৈতিক উদ্বেগের কথা উল্লেখ করেছেন। কাও বলেন, ‘আপনার সন্তান হওয়ার আগে আপনাকে তাদের শিক্ষিত করার কথা ভাবতে হবে। আর বাবা-মায়েরা অবশ্যই চান তাদের সন্তানরা আরও ভালো স্কুলে যাক।’
শিশুদের জন্য ক্লাস এবং পার্টির আয়োজনকারী সংস্থা সাংহাই ইভেন্ট স্পেসে কাজ করেন চীনের বাসিন্দা জিয়াওপেং(২৬)। তিনি তার নিজের জন্য একটি সন্তান লালনপালনের চেয়ে একটি পোষা প্রাণী পালন করাকে বেশি উপযুক্ত বলে মনে করেন! এ বিষয়ে জিয়াওপেং বলেন, ‘একটি সন্তানের জন্য সব ব্যবহারিক উদ্বেগের কথাও আপনাকে বিবেচনা করতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।