জুমবাংলা ডেস্ক : কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩-এর জন্য নির্বাচিতদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই তরুণ-তরুণী। তারা হলেন- আহমেদ ইমতিয়াজ জামি এবং আফরুজা তানজি। এদের মধ্যে জামি অভিযাত্রিক ফাউন্ডেশনের এবং তানজি প্রতিভা নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা।
গেল বৃহস্পতিবার (২৭ জুলাই) কমনওয়েলথের ওয়েবসাইটে ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩-এর জন্য নির্বাচিতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।
সম্মানজনক এ পুরস্কারের জন্য এবার সম্ভাব্য বিজয়ী হিসেবে বিশ্বজুড়ে তরুণ সামাজিক উদ্যোক্তা, পরিবেশবাদী, উদ্ভাবক ও মানবাধিকার কর্মীদের মধ্য থেকে ৫০ জনকে নির্বাচিত করেছে কমনওয়েলথ কর্তৃপক্ষ। ১৫ থেকে ২৯ বছর বয়সী এই তরুণদের প্রত্যেকেই এমনসব কাজে জড়িত, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখছে।
আহমেদ ইমতিয়াজ জামির পরিচয় দিয়ে কমনওয়েলথের পেজে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে তার কার্যক্রম স্বাস্থ্য ও খাদ্য খাতের পাশাপাশি শিক্ষা এবং জীবিকা খাতে বড় প্রভাব ফেলেছে। তরুণ এই সামাজিক উদ্যোক্তা বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য টেকসই জীবনযাপন ও মডেল ভিলেজের ধারণা দিয়েছিলেন। নিজ উদ্যোগের মাধ্যমে তিনি পাঁচ হাজারের বেশি মানুষকে সাহায্য করেছেন এবং একটি মডেল গ্রাম গড়ে তুলেছেন।
চিকিৎসাবিজ্ঞানে নতুন দিশা দেখাচ্ছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানী
এদিকে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় কাজ করা আফরুজা তানজি সম্পর্কে বলা হয়েছে, তিনি অর্থনৈতিক সুযোগ সম্পর্কে লিঙ্গ নিরপেক্ষ ধারণা গঠনের মাধ্যমে নারীদের আর্থিকভাবে সক্ষম করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সক্ষমতা বৃদ্ধিবিষয়ক কর্মশালার মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ দিয়ে এসডিজি অর্জনে ভূমিকা রাখছেন তানজি।
এ বছর কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য ৫০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে ফাইনালিস্ট হিসেবে মনোনীত হবেন ২০ জন। তবে নির্বাচিত সবাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পাবেন।
আগামী ১৪ সেপ্টেম্বর লন্ডনে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।