বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ডার্ক ওয়েবে ফাঁস ইউজারদের ব্যক্তিগত তথ্য – এমন খবর মাঝে মধ্যেই শোনা যায়। তা থেকে নিরাপদ থাকতে অনেকেই অনেক চেষ্টা করেন। এমনকী প্রশাসনিক স্তরেও নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। কিন্তু তারপরও সমস্যা যেই তিমিরে ছিল, সেখানে রয়ে গিয়েছে।উল্টে দিনকে দিন বেড়েই চলেছে ভার্চুয়াল দুনিয়ায় সাইবার অপরাধের সংখ্যা। গুগলও স্বীকার করেছে, যে তাঁদের প্রচুর ইউজারের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। সেসব তথ্য মনিটরিং করা শুরু করেছে গুগল।
ডার্ক ওয়েবে যাতে সাইবার প্রতারণা আটকানো যায়। তার জন্য এদিন নতুন ফিচার আনল গুগল। এটির ফ্রি এবং পেইড ভার্সন দুটোই পাওয়া যাবে। এই ফিচারে ডার্ক ওয়েব স্ক্যান করে সেখানে আপনার তথ্য রয়েছে কিনা তা যাচাই করবে গুগল। তারপর ইউজারকে এলার্ট পাঠানো হবে।
ইতিমধ্যে ওয়ান ইউজারদের জন্য একটি পপ-আপ পাঠাতে শুরু করেছে গুগল। তবে সেখানে এটাও জানানো হয়েছে, এই ফিচার জুলাইয়ের পর সমস্ত গুগল ইউজারদের জন্য উপলব্ধ হবে। এই ফিচারটি ‘Results about you’ সেকশনের অধীনে পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে ইউজাররা অনলাইন প্রতারণা ঠেকাতে পারবে বলে জানিয়েছে গুগল। যা এই মুহূর্তে ভীষণভাবে গুরুত্বপূর্ণ।
46টি দেশে এই ফিচারটি চালু করেছে গুগল। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে কী ভাবে ফিচারটির ফায়দা তুলতে পারবেন? ধীরে ধীরে ফিচারটি রোল আউট করা হবে বলে জানা গিয়েছে। জুলাইয়ের পর সমস্ত ইউজারদের জন্য চালু হবে এই ডার্ক ওয়েব স্ক্যান রিপোর্ট। এর জন্য ওয়ান সাবস্ক্রিপশন না থাকলেও চলবে।
রিপোর্টটি দেখার জন্য যেতে হবে গুগল ওয়ান অ্যাপ্লিকেশনে। তারপর সেখানে Results about you অপশনে ক্লিক করলে স্ক্যান করা যাবে ডার্ক ওয়েব রিপোর্ট। ইন্টারনেটের কালো দুনিয়ায় আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল রয়েছে কিনা তা স্ক্যান করে জানিয়ে দেবে সংস্থা। তারপর সেই অনুযায়ী তথ্য সুরক্ষিত রাখার আইডিয়া পেয়ে যাবেন।
তবে ঠিক কোন তারিখ থেকে এই পরিষেবা পাওয়া যাবে বা কোন অ্যাপে গিয়ে কোথায় ক্লিক করতে হবে তা এখন বিস্তারিত জানায়নি গুগল। আশা করা হচ্ছে, শীঘ্রই নোটিফিকেশনের মাধ্যমে ফিচারটির এলার্ট পাঠিয়ে দেবে সংস্থা। এই মুহূর্তে সাইবার প্রতারণা নিয়ে চিন্তিত অনেকেই। যা আটকানোর জন্য গুগলের তরফে এই ফিচারটি কার্যকর হতে পারে বলে মনে করছেন অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।