সাইফুল ইসলাম : মানিকগঞ্জের ঘিওরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জিসান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে র্যাবের সহায়তায় সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়ছে।
গ্রেফতারকৃত জিসান (২১) ঘিওর উপজেলার পুঠিয়াজানি এলাকার ফরহাদ মিয়ার ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানাযায়, ভুক্তভোগী স্কুলছাত্রী ১০ম শ্রেণির শিক্ষার্থী। প্রায় ছয়-সাত মাস আগে জিসানের সঙ্গে তার পরিচয় হয় এক আত্মীয়ার মাধ্যমে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৮ অক্টোবর সকাল ১০টার দিকে জিসান ওই স্কুল শিক্ষার্থীকে ঘিওরের কুটুমবাড়ি রেস্টুরেন্টে ডেকে নিয়ে যায়। পরে কৌশলে ওই ছাত্রীকে জিসানের ফুফুর বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দুপুরের দিকে ধর্ষণ করে।
এই বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



