সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বিপুল পরিমান নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারকালে বিপ্লব ত্রিপুরা (২৭) নামে এক পাহাড়ি যুবককে আটক করেছে শিবালয় থানা পুলিশ।
আটককৃত বিপ্লব ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মানিকছড়ির গাড়ীটানা গ্রামের বিমলকান্তি ত্রিপুরার ছেলে।
রোববার গভীর রাতে আটকের পর তাকে আজ দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার গভীর রাতে থানা মোড়ে আরিচা ঘাটগামী একটি সিএনজি থামায় ডিউটিরত টহল টিম। সিএনজির ভিতর থেকে এক যুবক হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া করে আটকে ফেলে। জনসম্মুখে তার শরীর তল্লাশিতে ১৮শ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দকরা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাহাড়ি যুবক জানায়, বার্মায় তৈরী ইয়াবা ট্যাবলেটগুলো তিনি পাবনার সুজানগরের সৈক্ষেতু এলাকার নার্গিস নামক এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য যাচ্ছিলেন।
শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানান, আটক যুবকসহ দুজনের নাম উল্লেখকরে মাদক আইনে মামলা রুজু হয়েছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।