শিবালয়ে দুই কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয়ে দুই কেজি গাঁজাসহ রাজেদুল হক রাজ্জাক (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃত রাজেদুল হক রাজ্জাক শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ধুবুলিয়া এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

রোববার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হামিমুর রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ধুবুলিয়া এলাকা থেকে রোববার সকালে তাকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তার দেওয়া তথ্যমতে রাজেদুল হক রাজ্জাকের বাড়ি থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর পর তাকে আটক করে মাদকদ্রব্য অধিদপ্তরে নিয়ে আসা হয় এবং তাকে শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত রাজেদুল হক রাজ্জাক পেশাদার মাদক ব্যবসায়ী বলেও তিনি জানান।