আশরাফুল ইসলাম : ঢাকার ধামরাইয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
আহত যুবক ওয়ালী উল্লাহ্ খান যুবরাজ (২৯) উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের মোশারফ হোসেন খানের ছেলে। তিনি বাউখন্ড কমিউনিটি ক্লিনিকে এমএইচবি পদে কর্মরত আছেন। আহত অবস্থায় বর্তমানে যুবরাজ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্তরা হলেন ইউসুফ,শহিদুল,সাজেদুল,আলী হোসেন,পারভেজ এরা সকলেই বাউখন্ড গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ওয়ালী উল্লাহ্ খান যুবরাজ বলেন,আমি আমার চাচাতো ভাই সামিউল ইসলাম খান সজিবকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেই “এগিয়ে যাক নতুন প্রজন্ম আর অল্প কিছু দিন বাকী” এ পোস্ট দেওয়ায় কিশোর গ্যাং ও মাদকসেবী ইউসুফ আলী, শহিদুল ইসলাম সহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমার উপর হামলা চালায়। আর বলে তোর ভাইরে চেয়ারম্যান বানাবি। নে চেয়ারম্যানের স্বাদ মিটিয়ে দিই। পরে আমার ডাক চিৎকারে এলাকার মানুষ এগিয়ে এলে তারা চলে যায় এবং বলে তোর পরিবারের কেউ রক্ষা পাবে না।
এ বিষয়ে অভিযুক্তদের গ্রামে খোজখবর নিলে তাদের কাউকে এলাকায় খোঁজে পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।