সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানিকগঞ্জে পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা যুবদল।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও শহরে তিন শতাধিক পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় জেলা যুবদলের আহবায়ক কাজী মোশতাক হোসেন দীপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম উজ্জল, আকতারুজ্জামান ও আশিক ইকবাল রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের আহবায়ক কাজী মোশতাক হোসেন দিপু বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সার্বিক তত্বাবধানে পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, অন্যান্য সময়ের মতো পবিত্র রমজান মাসেও অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আজকে পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি । ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া, যুবদলের মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।