মানিকগঞ্জ প্রতিনিধি : বিগত ১৬ বছর পতিত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনকালে মানিকগঞ্জের তৃণমূলের যেসকল নেতাকর্মী নির্যাতন ও নিপীড়ণের শিকার হয়েছেন তাদের মাঝে ঈদের উপহার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ।
রোববার বেলা ১১ টায় মানিকগঞ্জ শহরের নিজ বাড়িতে তিনি এ উপহার বিতরণ করেন। এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক জেষ্ঠ্য সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আলী আশরাফ বলেন, আপনারা দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। মামলা-হামলার শিকার হয়েছেন। বাড়িতে ঘুমাতে পারেননি। পরিবারের সঙ্গে ঈদ করতে পারেননি। আজ সময় এসেছে সকলে একত্রে ঈদ উদযাপন করার।
তিনি বলেন, আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক ও বিএনপির কাণ্ডারী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আপনাদেরকে সঙ্গে নিয়ে ঈদ উদযাপন করার। আপনাদের মাঝে ঈদের উপহার পৌঁছে দেওয়ার। তারেক রহমানের নির্দেশ মেনে আপনাদের মাঝে ঈদের উপহার পৌঁছে দিচ্ছি। এ উপহার তারেক রহমানের উপহার। আপনার-আমার নেতার উপহার।
নেতাকর্মীদের উদ্দেশ্যে আলী আশরাফ বলেন, আপনারা শুনেছেন, তারেক রহমান ইতোমধ্যে বলেছেন যে, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। এখন আওয়ামী লীগ দেশে নাই, মাঠে নাই। আগামী নির্বাচনেও হয়ত আওয়ামী লীগ থাকবে না, তবুও এ নির্বাচন অনেক কঠিন হবে। কারণ আগামীতে নির্বাচন হবে শতভাগ সচ্ছ ও নিরপেক্ষ। কাজেই আপনারা জনগণের কাছে যাবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আগে সালাম দিবেন, এটা তারেক রহমানের নির্দেশ।
আতাউর রহমান আতা বলেন, আপনারা মাটির ব্যবসা, বালুর ব্যবসা বন্ধ করুন। জনগণের পাশে থাকুন। আওয়ামী লীগ যেন আর রাজনীতি করার সুযোগ না পায়, সেভাবে প্রস্তুত থাকুন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার একটি বক্তব্য তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন, সবগুলোর তালিকা তৈরি করা হয়েছে, একটা একটা করে সবাইকে শেষ করবো। উনি ঠিকই বলেছেন, আওয়ামী লীগ যদি আবারও সুযোগ পায় তাহলে আমাদের ধরে ধরে শেষ করে ফেলবে। কাজেই আমাদের সতর্ক থাকতে হবে।
নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণের সময় জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব এড. মামুন মিয়া, জেলা যুবদলের সদস্য সাকিবুল হাসান রাকিব, নবগ্রাম ইউনিয়ন কৃষকদের সভাপতি মো. সোকছেদুল করিম ও মানিকগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সেলিম মিয়াসহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।