জুমবাংলা ডেস্ক : সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় অস্থিরতার অভিযোগে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার ছয়তলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম হৃদয়। তিনি ইয়াগী বাংলাদেশ নামক একটি পোশাক কারখানার শ্রমিক।
শিল্প পুলিশ জানায়, মেজর আমিনের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, র্যাব শিল্প কারখানার নিরাপত্তার স্বার্থে ইয়াগী বাংলাদেশ লিমিটেডের সামনে গেলে সেখানে ভিতরে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দেয়। সে সময় ওই কারখানার হৃদয় নামে এক শ্রমিক অসন্তোষ বাড়ানোর জন্য তার আইডি কার্ড খুলে অন্য একজনকে দিয়ে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করলে সেনাবাহিনী সদস্য তাকে আটক করে। পরে আটক হৃদয়কে আমাদের হেফাজতে নেই। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে কঠোর নিরাপত্তার মধ্যে আজ সচল ছিল শিল্পাঞ্চল আশুলিয়ার বেশিরভাগে পোশাক কারখানার উৎপাদন। তবে নরসিংহ পুর, জিরাবো ও জামগড়া এলাকার অন্তত ৮টি পোশাক কারখানার শ্রমিকরা নানা দাবিতে কর্মবিরতি পালন করে। দুপুরের পর ওই কারখানাগুলো ছুটি দেয়া হয়। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির ভয়ে ওই এলাকার আরও অনেক পোশাক কারখানা ছুটি দেয় কারখানার মালিক পক্ষ।
এদিকে সকাল থেকেই শিল্পাঞ্চল আশুলিয়ার সড়কগুলোতে টহল দিতে দেখা যায় যৌথ বাহিনীর সদস্যদের। অবস্থান নেয় গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে। তাদের সঙ্গে ছিল এপিসি জলকামানসহ সাঁজোয়া যান। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।