সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলকে মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্য পদসহ যুবদলের সব পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
মানিকগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রাজিব হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
গত ২৬ জুলাই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায় জড়িত ছিল এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকার বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিলেন।
এ সম্পর্কে জেলা যুবদলের আহবায়ক কাজী মোশতাক হোসেন দীপু বলেন, মাদকের সাথে যুবদলের কোন সম্পৃক্ততা নেই। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য সংগঠন দায়ী নয়।
তিনি আরও জানান, সংগঠনের সুনাম রক্ষায় এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।