জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলশান পুলিশ প্লাজার পাশে দুর্বৃত্তদের গুলিতে সুমন নামে এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫। গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে হঠাৎ তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে গুলি চালালে ওই ব্যক্তি সড়কের দিকে সরে যান। তারপরও তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মৃতদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা। তার মাথায় বুকের বামপাশে গুলির ক্ষতচিহ্ন রয়েছে। পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিস্তারিত তদন্তের পর বলা যাবে।
নিহতের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। রাজধানীর ভাষানটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। তার প্রতিষ্ঠানটি মহাখালী টিভিগেইট এলাকায়। সুমনের বাবার নাম মাহফুজুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।