কেরানীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

ঢাকা মেডিক্যালে

জুমবাংলা ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন।

ঢাকা মেডিক্যালে

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং দুর্ঘটনায় আহত দুজনকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রংপুরে বর্ণিল আয়োজনে ভাওয়াইয়া উৎসব শুরু হয়েছে

তিনি বলেন, কেরানীগঞ্জ থেকে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন মারা যান। আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার এখনও জ্ঞান ফিরেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।