বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Youtube মিউজিকের স্মার্ট ডাউনলোডস ফিচারটি শিগগিরই ইউটিউব অ্যাপ্লিকেশনেও যুক্ত হতে যাচ্ছে। এক্সডিএ ডেভেলপারসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, অফলাইন থাকা অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে কয়েকটি মিউজিক ডাউনলোডের ফিচারটি Youtube অ্যাপ্লিকেশনে যুক্ত করা হবে। খবর ফোনএরিনা ডটকম।
স্মার্ট ডাউনলোডসের মাধ্যমে প্রতি সপ্তাহে কয়েকটি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করবে Youtube অ্যাপ্লিকেশন। এক্ষেত্রে ব্যবহারকারীর রেকমেন্ডেড ভিডিওর অ্যালগরিদম অনুসরণ করবে Youtube। আপাতত ফিচারটি পরীক্ষামূলকভাবে শুধু ইউরোপের সীমিত ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ১২ সংস্করণ ডিভাইসে প্রযোজ্য।
ব্যবহারকারীদের অবশ্যই Youtube প্রিমিয়াম সাবস্ক্রাইবার হতে হবে। স্মার্ট ডাউনলোডস ফিচারটি উপভোগ করতে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। তথ্যানুযায়ী, অফলাইনে থাকা অবস্থায় প্রতি সপ্তাহে ২০টি ভিডিও ডাউনলোড করবে ইউটিউব।
স্মার্ট ডাউনলোডের প্রয়োজনীয়তা এরই মধ্যে সমালোচিত হলেও বিশ্লেষকরা বলছেন, মোবাইল ডাটার সীমাবদ্ধতা বা ইন্টারনেট সংযোগের অসুবিধা থাকা সত্ত্বেও ইউটিউব ভিডিও উপভোগ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। আবার ফোনে স্টোরেজ সংকট দেখা দিলে এ বিষয়ে ব্যবহারকারীকে নোটিফাই করবে Youtube।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।