বিনোদন ডেস্ক : দর্শক বা ভিউয়ারদের মেম্বারশিপ প্রদানে কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন ফিচার এনেছে ইউটিউব। বেটা প্রোগ্রামের অধীনে নির্মাতারা দর্শকদের মেম্বারশিপ বা সদস্যপদ উপহার হিসেবে দিতে পারবে। খবর টেকরাডার।
গুগলের সাপোর্ট পেজের তথ্যানুযায়ী, মেম্বারশিপের মাধ্যমে যারা কনটেন্ট নির্মাতাদের অনুসরণ করে এবং সাপোর্ট দেয়, তারা আলাদা কিছু সুবিধা পাবে। সেটি এক মাসের ফি হতে পারে, যেখানে মেম্বারশিপপ্রাপ্তরা স্টিকার, এক্সক্লুসিভ কনট্রোলসহ আরো অনেক বিষয় দেখতে ও ব্যবহার করতে পারবে।
নতুন ফিচারটি অনেকটা টুইচের স্ট্রিমারদের সাবস্ক্রাইব করার মতো। যেখানে ব্যবহারকারীরা আলাদা সুবিধা পাবেন। পাশাপাশি তারা কোনো বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে পারবেন এবং লাইভ চ্যাটে ইমোজি ব্যবহার করতে পারবেন।
যে কেউ বর্তমানে ইউটিউব থেকে বেটা প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে প্রযুক্তিবিদ ও বাজার বিশ্লেষকদের মতে, ইউটিউব অনেকটা টুইচের মতো পরিষেবা দিতে চাইলেও এখনো অনেক দূর যেতে হবে।
টুইট ও টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ব্যবহারকারীদের ধরে রাখতে গুগল মালিকানাধীন ইউটিউব নতুন নতুন ফিচার যুক্ত করছে। সেদিক থেকে উপহার হিসেবে সদস্যপদ দেয়ার বিষয়টি স্ট্রিমার বা কনটেন্ট নির্মাতাদের অনুসারীদের মধ্যে আলাদা প্রভাব বিস্তার করবে। যারা দর্শক বা অনুসরণকারীদের সদস্যপদ উপহার দেয়ার ব্যাপারে আগ্রহী, তাদের জন্য ফিচারটি আকর্ষণীয়। পাশাপাশি ভিডিও শেয়ারিং ও স্ট্রিমিং প্লাটফর্মটিকে তাদের কপিরাইট স্ট্রাইক কার্যক্রম পরিচালনার বিষয়ে বেশি মনোনিবেশ করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।