বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রিমিয়াম সার্ভিসের প্রতি আকর্ষণ বাড়াতে অনেকগুলো মিনি গেম এনেছে ইউটিউব। প্লে-এবল নামে ৩০ মিনিটের বেশি এসব গেম খেলা যাবে ডাউনলোড ছাড়াই, যেকোনও সময়। গেমগুলো অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ যেকোনও প্ল্যাটফর্মেই খেলা যাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।
গেমগুলো খেলতে হোম থেকে প্লে-এবলের শেলফ থেকে স্ক্রল করে নিতে হবে। আবার ডেস্কটপ অথবা মোবাইলের এক্সপ্লোর মেনু থেকে প্লে-এবল লিংকে ক্লিক করেও খেলা যাবে। বিশেষ কিছু গেমের মধ্যে রয়েছে— ডেইলি সলিটেয়ার, দ্য ডেইলি ক্রসওয়ার্ড, অ্যাংগ্রি বার্ডস শোডাউন, মার্জ পাইরেটস, ফার্ম ল্যান্ড, ওয়ার্ডস অব ওয়ান্ডার, এন্ডলেস সিজ, ৮ বল বিলিয়ার্ডস ক্লাসিক এবং ব্রেইন আউট।
তবে ইউটিউব জানিয়েছে মার্চের ২৮ তারিখ পর্যন্ত গেমগুলো খেলার যোগ্য থাকবে। একসেসের জন্য একটি ধরাবাঁধা সময় দেওয়া হয়েছে, কেননা গেমিংয়ের সক্ষমতা আরও প্রসার করার আগে প্রতিষ্ঠানটি তাদের প্রিমিয়াম গ্রাহকদের কাছে থেকে বিষয়টির উপরে ফিডব্যাক নেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।