আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়ার দাপট যত বাড়তে শুরু করেছে, যুবসমাজ তত ঝুঁকতে শুরু করেছে সেদিকে। এখন যে কোনও প্রশ্নের উত্তর খুঁজতে সোশ্যাল মিডিয়া হল প্রধান ভরসা। ইউটিউব এবং ফেসবুক দেখেই শেখা যায় বিভিন্ন ধরনের জিনিস। কিন্তু, ইউটিউব দেখেই নিজের অস্ত্রোপচার করলেন একজন যুবক। শুনতে অবাক লাগলেও, এমনই এক ঘটনা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।
সম্প্রতি এক ভয়ংকর কাণ্ড করেন ব্রাজিলের যুবক। তিনি ইউটিউব দেখে কসমেটিক নোজ সার্জারি করেন। শুনতে আজব লাগলেও তিনি, নিজের অস্ত্রোপচার নিজেই করেন। এর জন্য ইউটিউবের কসমেটিক নোজ সার্জারি সংক্রান্ত টিউটোরিয়াল সংগ্রহ করেন তিনি। কিন্তু, সমস্যা হল, অস্ত্রোপচারের পর নাকের কাটা জায়গা পরিস্কার করার জন্য ৭০ শতাংশ অ্যালকোহল ব্যবহার করেছিলেন তিনি। আবার হাতে গ্লাভসও পরেননি। এরপর দেখা যায় কাটা জায়গায় প্রচুর পরিমাণে রক্ত জমাট বেঁধে রয়েছে ওই যুবকের। যার ফলে পরে স্টিচগুলি কিছুতেই কাটতে পারছিলেন না তিনি। এরপরই ঘটে ভয়ংকর ঘটনা।
জানা গিয়েছে যে এরপরই ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়। অর্ধেক অস্ত্রোপচারটিকে সম্পূর্ণ করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। যদিও অস্ত্রোপচারের পর বেশিক্ষণ হাসপাতালে থাকতে হয়নি যুবককে। দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু, চিকিৎসকদের বক্তব্য, এভাবে ইউটিউব দেখে, টিউটোরিয়ালের সাহায্য নিয়ে অস্ত্রোপচার রীতিমতো ঝুঁকিপূর্ণ। এর ফলে নানারকম বিপদ ঘটতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকরা আরও জানিয়েছেন, ডিআইওয়াই পদ্ধতিতে এভাবে অস্ত্রোপচার করলে নাকের বড়সড় সমস্যা তৈরি হতে পারে।
চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের সাধারণ ঝুঁকি ছাড়াও অজীবাণুমুক্ত জিনিস দিয়ে অস্ত্রোপচার করায় সংক্রমণ ছড়াতে পারে কাটা জায়গায়। এছাড়াও আপতকালীন পরিস্থিতি তৈরি হলে ঘরে তা ঠেকাবার ক্ষমতা থাকবে না রোগীর, তাও বলছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মূল বক্তব্য, নাকের গঠনতন্ত্র না জেনে, একটি বিষয়ে প্রায় কিছুই না জেনে-বুঝে সব জানতা শ্রী ইউটিউবের সাহায্য নিয়ে ছোট হোক মাঝারি, কোনও অস্ত্রোপচারই করা উচিত নয়। এর ফলে সমস্যা তৈরি হতে পারে।
গোপন ছবি ধারণ করে দৈ.হিক স.ম্পর্কে বাধ্য করতেন ব্যাংক কর্মকর্তা
সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রায় সকলেই আসক্ত ইন্টারনেটে। কিন্তু, নেট দেখে সব বিষয়ে পারদর্শিতা দেখানো উচিত নয়। চিকিৎসার মতো বিষয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। না হলে নিজের অজান্তেই ঘটে যেতে পারে মারাত্মক ধরনের বিপদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।