বিভিন্ন রঙের ইউটিউব ফিড তৈরি করবেন যেভাবে

বিভিন্ন রঙের ইউটিউব ফিড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইউটিউব সম্প্রতি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য লাল, সবুজ ও নীল রঙের ফিড তৈরির সুযোগ চালু করেছে।

বিভিন্ন রঙের ইউটিউব ফিড

নতুন বৈশিষ্ট্যের মাধ্যমে, ব্যবহারকারীরা ইউটিউবের প্রধান ভিডিও ফিডের পাশাপাশি লাল, সবুজ ও নীল থাম্বনেইলসহ ভিডিওগুলি আলাদা ফিডে দেখতে পারবেন। অর্থাৎ, লাল রঙের ফিড তৈরি করলে যেসব ভিডিওর থাম্বনেইলে লাল রঙের প্রাধান্য রয়েছে, সেসব ভিডিও একসঙ্গে দেখা যাবে। যদিও রঙের ওপর ভিত্তি করে ফিড তৈরি করা যেতে পারে, তবে থাম্বনেইলের রঙ পরিবর্তন হবে না।

যেভাবে তৈরি করবেন
প্রথমে ইউটিউব অ্যাপে প্রবেশ করুন। এরপর নিচে স্ক্রল করলেই ‘ক্রেভিং সামথিং নিউ’ নামের একটি বক্স দেখা যাবে। এই বক্সে লাল, নীল ও সবুজ রঙের তিনটি বৃত্ত রয়েছে। এবার পছন্দের রঙের বৃত্ত নির্বাচন করে নিচে থাকা ‘লেটস গো’ অপশনে ট্যাপ করলেই সেই রং অনুযায়ী আলাদা ফিড চালু হবে। একইভাবে অন্য দুটি রঙের আলাদা ফিডও তৈরি করা যাবে। পরবর্তী সময়ে ইউটিউব অ্যাপে প্রবেশ করে মেনুবার ডানে স্ক্রল করলে বিভিন্ন রঙের ফিড দেখা যাবে।