ইউটিউব মিউজিকের নতুন আপডেট

ইউটিউব মিউজিক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েডে ইউটিউব মিউজিক অ্যাপের নতুন আপডেট এনেছে গুগল। ৯টু৫গুগলের প্রতিবেদনে বলা হয়, এবার থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও প্লেলিস্টে কিউ সেভ করতে পারবেন। চলতি বছরের শুরু থেকে এ সুবিধা পাচ্ছিলেন আইওএস ব্যবহারকারীরা।

ইউটিউব মিউজিক

ফিচারটির মাধ্যমে কোনো গান বা মিউজিক অ্যালবাম কিউতে সেট করতে পারবেন। এরপর যদি ইউটিউব মিউজিকে ব্যবহারকারী প্লে স্ক্রিন থেকে নেক্সট অপশনটিতে ট্যাপ করেন তাহলে একটি সেভ অপশন দেখা যাবে।

এরপর একটি অ্যাড টু প্লেলিস্ট অপশন পপ আপ উইন্ডোতে দেখা যাবে। সেখানেও সেভ অপশন দেখা যাবে। এতে নতুন প্লেলিস্ট তৈরি করা সম্ভব হবে।

শেহনাজ যে পানীয় খেয়ে ১২ কেজি ওজন কমান

সর্বপ্রথম প্লে মিউজিক অ্যাপে ফিচারটি যোগ করেছিল গুগল। এখন গুগল মিউজিকে ফিচারটি যোগ করা হলো। যদিও আইওএসের জন্য অনেক আগেই ফিচারটি চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড বয়বহারকারীদের জন্য ফিচারটি চালু হওয়ার ফলে গ্রাহকদের বেশকিছু বিষয়ে সুবিধা হবে।