ইউটিউব নতুন রিঅ্যাকশন ফিচারের পরীক্ষা চালাচ্ছে

ইউটিউব নতুন রিঅ্যাকশন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা যেন আরো অভিনব উপায়ে তাদের অভিমত ব্যক্ত করতে পারেন, সেজন্য রিঅ্যাকশন ফিচারের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। খবর গ্যাজেটসনাউ।

ইউটিউব নতুন রিঅ্যাকশন

ফেসবুক লাইভের মতো ইউটিউবের নতুন ফিচারটির ভিডিওর নিচে আলাদা প্যানেলে প্রদর্শিত হবে এবং ব্যবহারকারীরা পছন্দানুযায়ী রিঅ্যাকশন দিতে পারবেন। বর্তমানে নির্দিষ্টসংখ্যক চ্যানেলে ফিচারটির পরীক্ষা চালানো হচ্ছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

যদি কোনো ব্যবহারকারী ফিচারটির আওতাধীন কোনো ভিডিও দেখেন তাহলে কমেন্ট সেকশনে থাকা ক্রাউড রিঅ্যাকশন প্যানেল চালু করতে পারবেন। পাশাপাশি সেখানে থাকা রিঅ্যাকশন অপশন থেকে নিজের পছন্দের রিঅ্যাকশন দিতে পারবেন। ফিচারটির মাধ্যমে অন্য ব্যবহারকারীরা কখন রিঅ্যাকশন দিচ্ছেন, সেটির সময়ও দেখাবে।

গুগল মালিকানাধীন ভিডিও শেয়ারিং ও স্ট্রিমিং প্লাটফর্মটি জানায়, তারা একাধিক রিঅ্যাকশন অপশনের সেট নিয়ে কাজ করছে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে রিঅ্যাকশন অপশনের পরিবর্তন করা হবে। সম্প্রতি ভিডিও ট্রান্সক্রিপশন নামে আরেকটি ফিচার উন্মুক্ত করেছে ইউটিউব।

আইটেম গানের কথা শুনলেই মরে যেতে ইচ্ছা করে : জন আব্রাহাম

বর্তমানে শুধু ডেস্কটপের ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো ভিডিওর সম্পূর্ণ ট্রান্সক্রিপশন দেখতে পারবেন। ফিচারটি ভিডিওর নিচে আলাদা ট্রান্সস্ক্রিপ্ট সেকশন যুক্ত করে। অপশনটি চালুর মাধ্যমে ব্যবহারকারী টাইমস্ট্যাম্পসহ সম্পূর্ণ ভিডিওর ট্রান্সস্ক্রিপশন দেখতে পাবেন।