বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইউটিউবে আগের থেকে বিজ্ঞাপন দেখানোর প্রবণতা অনেকটা বেড়ে গিয়েছে। এর মধ্যে কিছু অ্যাড স্কিপ করা যাচ্ছে না। তবে এই ঝামেলা থেকে মুক্তি পেতে আপনাকে কিনতে হবে YouTube Premium সাবস্ক্রিপশন। সেই জন্য প্রতি মাসে টাকা খসাতে হবে। আপনি কি জানেন সম্পূর্ণ বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে ইউটিউব? এই জন্য কী করতে হবে? জেনে নিন সেই উপায়।
বিশ্বের জনপ্রিয়তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম YouTube। কিন্তু এই প্ল্যাটফর্মে আগের থেকে বিজ্ঞাপন দেখানোর প্রবণতা অনেকটা বেড়েছে। এর মধ্যে কিছু অ্যাড স্কিপ করা যাচ্ছে না। তাই ভিডিও দেখার সময় বারবার বিরক্ত হতে হচ্ছে। তবে এই ঝামেলা থেকে মুক্তি পেতে আপনাকে কিনতে হবে YouTube Premium সাবস্ক্রিপশন। কিন্তু সেই জন্য প্রতি মাসে নির্দিষ্ট খরচ করতে হবে। আপনি জানেন কি সম্পূর্ণ বিনামূল্যে ১২ মাস গ্রাহকদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন তুলে দিচ্ছে এই ভিডিও প্ল্যাটফর্ম। এই জন্য করতে হবে এই কাজ।
সম্প্রতি একটি রেফারাল প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছে YouTube। বন্ধুদের YouTube Premium রেফার করলে মিলবে একটি কোড। এই কোড রিডিম করে সম্পূর্ণ বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে। আরও বেশি গ্রাহকের কাছে কোম্পানির সুখ্যাতি করার জন্য ও নতুন গ্রাহক পেতে সাহায্য করার পুরষ্কার হিসাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে দেবে ইউটিউব।
আপনি যে ব্যক্তিকে রেফার করবেন সেই ব্যক্তি সম্পূর্ণ বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন না। এই জন্য সামান্য খরচ করতে হবে তাঁকে। আমি যখন কোন বন্ধুকে YouTube Premium সাবস্ক্রিপশন রেফার করি তখন সেই বন্ধু মাত্র ১০ টাকা খরচ করে ৩ মাস প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যায়। অন্যদিকে আমাকে এক মাস সম্পূর্ণ বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেয় ইউটিউব। তবে ১২ মাস সম্পূর্ণ বিনামূল্যে YouTube সাবস্ক্রিপশন পেতে আপনাকে ১২ জন বন্ধুকে রেফার করতে হবে। অর্থাৎ প্রত্যেক রেফারালের জন্য ১ মাস বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
ফ্রি-তে YouTube Premium পাবেন কী ভাবে?
Android ফোন থেকে YouTube অ্যাপ ওপেন করে স্ক্রিনে ডান দিকে উপরে প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এবার Your Premium benefits অপশন সিলেক্ট করুন। iOS গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন না। শুধুমাত্র Android ফোন থেকেই রেফারাল প্রোগ্রামের সুবিধা মিলবে।
২০২৩ সালের মে মাস পর্যন্ত এই রেফারাল প্রোগ্রাম বৈধ থাকবে। এই সময়ের মধ্যে আপনার রেফারেন্সে যত ব্যক্তি YouTube Premium ব্যবহার শুরু করবেন আপনি তত মাস বিনামূল্যে একই সুবিধা পেয়ে যাবেন। এই জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হবে না। তা আর দেরি কিসের? এখনই নিজের অ্যানড্রয়েড স্মার্টফোনে ইউটিউব অ্যাপ ওপেন করে বন্ধুদের আমন্ত্রণ লিঙ্ক পাঠাতে শুরু করে দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।