বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ছোট আকারের ভিডিও তৈরিতে জনপ্রিয় ইউটিউব শর্টসে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন পাঁচটি সুবিধা। এসব টুলের মাধ্যমে নির্মাতারা আরও সহজে সৃজনশীল ও আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন বলে জানিয়েছে ইউটিউব।
নতুন সুবিধাগুলো হলো:
১. উন্নত ভিডিও সম্পাদনা:
অ্যাপভিত্তিক এ ফিচারে ভিডিও ক্লিপ কাটা, গান ও বার্তা যুক্ত করা, বিন্যাস পরিবর্তনসহ বিভিন্ন সম্পাদনার কাজ আরও সহজ হবে।
২. গানের সঙ্গে ভিডিওর স্বয়ংক্রিয় সামঞ্জস্য:
ভিডিও স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত গানের বিট ও সুরের সঙ্গে মিলিয়ে চলবে, ফলে আলাদা করে সম্পাদনার প্রয়োজন কমবে।
৩. ছবি থেকে শর্টস টেমপ্লেট তৈরি:
ফোনের গ্যালারি থেকে ছবি নিয়ে শর্টস টেমপ্লেট বানানো যাবে। সঙ্গে থাকবে ভিজ্যুয়াল ইফেক্ট যুক্ত করার সুযোগ।
৪. এআই স্টিকার তৈরি:
লিখিত প্রম্পট দিয়ে সহজেই এআই-নির্ভর স্টিকার তৈরি করে ভিডিওতে যুক্ত করা যাবে, যা ভিডিওকে আরও সৃজনশীল করে তুলবে।
৫. ‘ব্রেইনস্টর্মিং বাডি’ টুল:
জেনারেটিভ এআই-চালিত এ টুলটি ব্যবহার করে নির্মাতারা ভিডিও আইডিয়া, থাম্বনেইল এবং আকর্ষণীয় শিরোনাম তৈরি করতে পারবেন।
ইউটিউব জানিয়েছে, এগুলো পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।