বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শর্টসের কনটেন্ট নির্মাতাদের বড় পরিসরে বিভিন্ন টুল ব্যবহারের সুবিধা দিচ্ছে ইউটিউব। এর অংশ হিসেবে এখন থেকে শর্টস নির্মাতারা তাদের যেকোনো ভিডিও ৫ সেকেন্ডের বেশি ক্লিপ করার পাশাপাশি রিমিক্স করতে পারবে। খবর এনগ্যাজেট।
সামনের সপ্তাহগুলোয় ফিচারটি আইওএস ব্যবহারকারীদের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হবে এবং চলতি বছর শেষে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি আনা হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। টুলটি একটি অডিও রিমিক্সিং অপশনের সহায়তায় তৈরি।
গত বছর ইউটিউব এটি যুক্ত করে। সাধারণ কোনো ভিডিও রিমিক্সের জন্য একজন ব্যবহারকারীকে ক্রিট বাটন ক্লিক করতে হবে। এরপর সেখানে রিমিক্স অপশন থেকে কাট করতে হবে। এরপর শর্ট ভিডিওর কোন অংশটি ব্যবহার করা হবে তা নির্ধারণ করা যাবে। কেউ যদি অন্যের শর্টস ক্লিপ যুক্ত করতে চায় তাহলে থ্রি ডট মেনু বাটন থেকে কাট অপশন নির্বাচন করতে হবে।
শর্টসে অন্য কারো ভিডিও ক্লিপ যুক্ত করা হলে সেখানে উেসর কথা উল্লেখ থাকবে। কেউ ভিডিও রিমিক্স না করতে চাইলে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করে অপশন থেকে বের হয়ে যেতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।